Home পরিচিতি

ইংরেজি শেখায় নির্ঝর এডুকেশন

ইংরেজি শেখায় নির্ঝর এডুকেশন

5 Min read

Saturday, May 27th 2023



অনলাইনের দুনিয়ায় আরও অনেক কিছুর মতো শিক্ষাও এখন সহজলভ্য। ইন্টানেটের সুবিধাকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্মযারা মানুষকে ঘরে বসে শেখার কাজটা সহজ করে দিয়েছে। উন্নত বিশ্বের নামীদামি প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশেও গড়ে উঠেছে এমন অনেক প্ল্যাটফর্ম। তেমনি একটি নির্ঝর এডুকেশন। ইউটিউব ফেসবুকে ইংরেজি শেখায় এই প্রতিষ্ঠানটি। ইংরেজি শিক্ষার নানামুখী আয়োজন রয়েছে এই চ্যানেলে।

যা আছে

ইংরেজি শিক্ষার কথা এলে আইইএলটিএস প্রসঙ্গটি আসতে বাধ্য। যাঁরা উচ্চশিক্ষা বা অভিবাসী হওয়ার লক্ষ্যে বিদেশ যেতে চানতাঁদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। ইংরেজির আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হতে প্রতিবছর দেশের লাখো তরুণ-যুবক অংশ নেন এই পরীক্ষায়। আর এই পরীক্ষায় উতরে যাওয়ার জন্য চাই ভালো মানের প্রস্তুতি। বিষয়টি মাথায় রেখে নির্ঝর এডুকেশন আইইএলটিএস নিয়ে প্রকাশ করেছে অনেকগুলো ভিডিও। এসব ভিডিওতে আইইএলটিএস প্রস্তুতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে সহজ ভাষায়।

এতে আইইএলটিএস স্পিকিং টেস্টভোকাবুলারি দক্ষতা বৃদ্ধিপরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। এসব সমস্যার সমধান সহজে আয়ত্ত করার বিভিন্ন উপায় তুলে ধরা হয়েছে। আবার আইইএলটিএস স্পিকিং টেস্টে স্কোর করা শিক্ষার্থীকে নিয়ে তৈরি করা হয়েছে ডামি ইন্টারভিউ সেশনের ভিডিও। যাতে একজন শিক্ষার্থী বুঝতে পারবে কীভাবে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপিতে পরীক্ষার মুখোমুখী হতে হয়।

কিংবা আইইএলটিএস পরীক্ষার লিস্ট অব হেডিং সমস্যার হাতে-কলমে সমাধান করে তুলে ধরা হয়েছে ভিডিও আকারে। ছাড়া আইইএলটিএস পরীক্ষার বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে সহায়তামূলক ভিডিও তৈরি করা হয়েছে।

কোর্সগুলো উপস্থাপন করেছেন নির্ঝর এডুকেশনেরমাস্টার ট্রেনারসিরাজুম মুনীর নির্ঝর। নিজেই কোর্সগুলোর সিলেবাস তৈরি ডিজাইন করেছেন তিনি। বিভিন্ন কৌশল বুদ্ধিদীপ্ত উপায়ে আন্তর্জাতিক মানের এই পরীক্ষার খুঁটিনাটি দিকগুলো শিক্ষার্থীদের জন্য সহজ করে উপস্থাপনা করা হয়েছে।

ছাড়া নির্ঝর এডুকেশনের রয়েছে আইইএলটিএস জুম লাইভ কোর্স। এই কোর্সটি অবশ্য ফি জমা দিয়ে করতে হবে। কোর্সের বিবরণে বলা হয়েছেবিদেশে যেতে না চাইলেও যাঁরা নিজেদের ইংরেজিতে দক্ষ করতে চানতাঁদের জন্য কোর্সটি খুবই কার্যকর। যাঁরা লিসেনিংস্পিকিং রাইটিং স্কিল বাড়াতে চান, তাঁদের জন্য উপকারী। দেশের চাকরির বাজারে  যাঁরা ভালো করতে চান, তাঁরাও কোর্সটি থেকে ইংরেজির দক্ষতা বাড়াতে পারবেন।

এর বাইরে ছোটদের ইংরেজি শিক্ষাবড়দের ইংরেজি শিক্ষাসহ বেশ কিছু পেইড কোর্স আছে এখানে।

আরও যত আয়োজন

আইইএলটিএস শিক্ষার্থী ছাড়াও নির্ঝর এডুকেশন সবার জন্য ইংরেজি শিক্ষারও একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। ইউটিউব ফেসবুকে তারা বিভিন্ন টপিকে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির ভিডিও প্রকাশ করছে। তাদের ভিডিওগুলোর উপস্থাপনাও বেশ চমকপ্রদ। ব্যবহারিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইংরেজির প্রয়োগ তুলে ধরা হয় অত্যন্ত সহজভাবে। যেমন টেলিফোনে ইংরেজিতে কথা বলাইংরেজিতে রোমান্টিক আলাপচারিতাইংরেজিতে ঝগড়া করার দরকারি বাক্য ইত্যাদি।

এর বাইরে শিশুদের ইংরেজিতে কথা বলার সহজ টেকনিকবিভিন্ন ফলঅঙ্গপ্রত্যঙ্গবিভিন্ন বস্তুর নাম ইত্যাদির উচ্চারণবিষয়ভিত্তিক ব্রিটিশ আমেরিকান উচ্চারণ নিয়েও ভিডিও আছে নির্ঝর এডুকেশনের ফেসবুক ইউটিউব চ্যানেলে।

ইউটিউবে তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা সাড়ে ছয় লাখের বেশি। ফেসবুকে সিরাজুম মুনীর নির্ঝরের পেজে ফলোয়ার সংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে। আছে নিজস্ব ফেসবুক গ্রুপও।

ইংরেজি শিক্ষায় নির্ঝর এডুকেশনের কাজের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ইংরেজি ভীতি দূর করতে উৎসাহ দেয় প্রতিষ্ঠানটি। এক ভিডিওতে ট্রেনার নির্ঝরকে বলতে শোনা যায়বাংলাদেশের মানুষের ইংরেজি শেখার বড় বাধা হচ্ছে ভুলের ভয়। অর্থাৎ বলতে বা লিখতে গিয়ে ভুল করলে মানুষ কী বলবে, সেই সংকোচ থেকেই অনেক শিক্ষিত মানুষ ইংরেজি চর্চা করেন না।

শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর পরামর্শভুল করে করে শিখতে হবেভুল করলে লজ্জা পাওয়া যাবে না। ভুল করতে দেখলে মানুষ হয়তো একবারদুবারকয়েকবার হাসবেকিন্তু শেষ হাসিটা আমিই হাসব।

প্রচলিত শিক্ষাপদ্ধতির বাইরে একটি ভাষা হিসেবে ইংরেজি শিখতে শুরু থেকে একজন শিক্ষার্থীর মাস লাগে আর শিক্ষার্থী কিছুটা দক্ষ হলে মাসই যথেষ্ট বলে মনে করেন দেড় যুগ ধরে ইংরেজি নিয়ে কাজ করা নির্ঝর।

 নির্ঝর এডুকেশনের ফেসবুক পেজhttps://www.facebook.com/nirjharsir

নির্ঝর এডুকেশনের ইউটউিব চ্যানেলhttps://www.youtube.com/c/NiRJHAREDUCATION

নির্ঝর এডুকেশনের ওয়েবসাইটhttps://nirjhareducationbd.com/





POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার