উদ্যোক্তাদের উচ্চাকাঙ্খী, অধ্যবসায়ী এবং আত্মবিশ্বাসী হতে হবে
BY
Nadim Majid
উদ্যোক্তাদের উচ্চাকাঙ্খী, অধ্যবসায়ী এবং আত্মবিশ্বাসী হতে হবে
যুক্তরাষ্ট্রের সিলিকনভ্যালিভিত্তিক প্রতিষ্ঠান Cheesecake Technologies LLC এর প্রতিষ্ঠাতা নিসর্গ নিগার। বেড়ে উঠেছেন বাংলাদেশের চট্টগ্রামের মেরিন একাডেমিতে। ২০১৭ সালে তুরস্কে সেরা ১০০ টি স্টার্টআপের মধ্যে অন্যতম হিসেবে নির্বাচিত হয় তার স্টার্টআপ Cheesecake । এখন কর্মব্যস্ততা সম্পূর্ণ তার স্টার্টআপের একটি প্রোডাক্ট “Bolo”(বলো) কে ঘিরে। যা মেটাভার্সে ভার্চুয়ালি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করবে। এর বৈশিষ্ট্য হচ্ছে, তা মানুষের কন্ঠ থেকে বিভিন্ন অনুভূতি আলাদা ভাবে শনাক্ত করতে পারে। মেশিন লার্নিং ব্যবহার করে এটি তৈরী করা হয়েছে। ইতিমধ্যে এই স্টার্টআপটি Med-Tech World 2022 তে সেরাদের মধ্যে অন্যতম নির্বাচিত হয়েছে।
নিসর্গ গ্রাজুয়েশন করেছেন চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে এবং মাস্টার্স করছেন হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনেকেশন সিস্টেমস বিষয়ে।
আপনি কেন উদ্যোক্তা হতে চেয়েছেন?
ব্যবসায়ী না হয়েও বাবা মা সমাজসেবা থেকে কখনও পিছপা হন নি। তারা সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিরন্তর। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে আমার উদ্যোক্তা হবার যাত্রা শুরু ।স্বপ্ন দেখি এমন একটি পৃথিবীর যেখানে মানুষের জীবনযাত্রা সহজ থেকে সহজতর হবে, আমাদের মতো কিছু স্বপ্নবাজ উদ্যোক্তার মাধ্যমে।
আপনার স্টার্টআপ মানুষের কি সমস্যার সমাধান করবে?
মেটাভার্স এমন একটি জগৎ যেখানে চাইলেই সব সম্ভব। দূরত্বের বাধা অতিক্রম করে সব এখন হাতের মুঠোয় চলে এসেছে। সেখানে ভার্চুয়াল বিনোদন থেকে শুরু করে ঘুরে বেড়ানো, গেইমিং, শপিং সবই সম্ভব। তাছাড়া ক্রিয়েটর ইকোনমি এবং ডিসেন্ট্রালাইজ ব্যাংকিং সুবিধা বেড়ে উঠে বিশ্ববাজার অর্থনীতি কে আরো উন্মুক্ত করে দিয়েছে। সুযোগের অসৎ ব্যবহার করে কিছু দুষ্টচক্র সাইবার ক্রাইম ঘটাচ্ছে। এই ক্ষেত্রে Bolo”(বলো) কাজ করবে এই জগতের এলগোরিদম এর নিয়ে। যা এর ব্যবহারকারীদের একটি স্বচ্ছ সুন্দর অভিজ্ঞতা পেতে সাহায্য করবে।
আপনার স্টার্টআপ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
আমরা বিশ্বাস করি সামনের পৃথিবীটা প্রতিদ্বন্দ্বিতার নয়, ঐক্যের। সবাইকে এক করে একটা চমৎকার মেটাভার্স - পৃথিবীর সবার জন্য উন্মুক্ত হোক এই নীতিতে এগিয়ে যেতে চাই।
আপনার মতে, একজন উদ্যোক্তার কখন তার স্টার্টআপের জন্য ইনভেস্টমেন্ট নেয়া প্রয়োজন?
Bootstrap স্টেইজ থেকে যখন স্টার্টআপ Scaling স্টেইজে এ পৌছোয়, তখন ইনভেস্টমেন্ট নেয়া প্রয়োজন হয়। এর আগে না। কারণ আগে জানতে হবে, বাজারে তার স্টার্টআপের চাহিদা, গ্রাহক, বাজারের আকার এবং দীর্ঘমেয়াদে কোন জায়গাতে পৌছুতে চায়। তার জন্য প্রয়োজন প্রচুর ব্রেইনস্টোর্মিং। প্রস্তুত হবার পর সিদ্ধান্ত নিয়ে স্টার্টআপের আওতা বাড়ানো এবং শেয়ারহোল্ডার/ইনভেস্টর বাড়ানো উচিত ইনভেস্টমেন্ট নেয়ার মাধ্যমে।
একজন উদ্যোক্তার ইনভেস্টমেন্ট নিতে চাইলে কোন কোন বিষয় মাথায় রাখা উচিত?
তার উদ্যোগের সমস্যা এবং সমাধান, ইউনিক সেলিং পয়েন্ট (Unique Selling Point), উদ্ভাবন, বাজারের আকার এবং বিজনেস ট্র্যাকশন (traction)
উদ্যোক্তা হওয়ার জন্য একজন মানুষের কি ধরনের গুণ থাকা প্রয়োজন?
গুণ তো নির্দিষ্ট করে কিছু ঠিক করে দেয়া সম্ভব না। তবু বলতে পারি উচ্চাকাঙ্খী, অধ্যবসায়ী, আত্মবিশ্বাসী হতে হবে। চলার পথে হাজারটা বাধা আসবে। বলবো না, হতাশ হওয়া চলবে না। বরং হতাশ না হওয়াটা অস্বাভাবিক। তবে এই ক্ষেত্রে হাল ছাড়া যাবে না। হতাশাটাকে জয় করে যে ঘুরে দাঁড়াতে হবে সে ই সফল উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে হবে।
উদ্যোক্তা হওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন?
গ্রোথ মাইন্ডসেটকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন। কারণ উদ্যোক্তা হতে গেলে শেখার কোনো শেষ নেই। তা ছাড়া দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ইতিবাচক কিংবা নেতিবাচক দুই ধরনের সমালোচনা গ্রহণ করার মতো সক্ষমতা থাকতে হবে। মানুষ বলবেই। কিন্তু তাদের কথায় নিরুৎসাহিত না হয়ে বরং কিভাবে সমালোচনা টি কাজে লাগানো যায় তা ভাবতে হবে।
আপনার প্রিয় একটি সোশাল মিডিয়া একাউন্ট, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল সাজেস্ট করুন যা একজন উদ্যোক্তার প্রয়োজনে আসতে পারে?
www.quora.com
POST A COMMENT
OTHER POSTS OF সাক্ষাৎকার CATEGORY
Copyright © 2023
By Bangla Puzzle Limited
To comment in this Blog, SignIn with Google