Home পরিচিতি

ওয়েব ডেভেলাপার

ওয়েব ডেভেলাপার

5 Min read

Friday, November 17th 2023



এখন হয়ত আপনার আর আগের মত পত্রিকা পড়ার অভ্যাস নেই। সকালে ঘুম থেকে উঠেই যে কোনো একটা পত্রিকার এপে ঢুঁ মারেন। কাজ করতে গিয়ে কোন তথ্যের দরকার হলে গুগলে সার্চ করে কোনো একটা ওয়েবসাইট থেকে সেই তথ্য পেয়ে যাচ্ছেন।


প্রতিদিনই এভাবে আমরা অসংখ্যা ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইট ছাড়া ইন্টারনেট দুনিয়া কল্পনা করা যায় না। বর্তমানে সারা বিশ্বে ওয়েবসাইটের সংখ্যা ১.১১ বিলিয়নের বেশি। প্রতি তিন সেকেন্ডে তিনটার বেশি ওয়েবসাইট খোলা হচ্ছে।


এই ওয়েবসাইটগুলো তৈরি ও ডিজাইনের কাজ করে থাকে একজন ওয়েব ডেভলাপার।


ওয়েব ডেভলাপমেন্ট কি


কোনো একটি ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে ডাটাবেইজ, ডোমেইন ও হোস্টিং ম্যানেজ করা এ কাজগুলো ওয়েব ডেভলাপমেন্টের অংশ। আর এই কাজগুলো করে থাকে একজন ওয়েব ডেভলাপার।


ওয়েব ডেভলাপমেন্ট দুই ধরনের হতে পারে। কোনো ওয়েবসাইটের থিম ও ডিজাইন কেমন হবে এই কাজগুলো করে থাকে একজন ফ্রন্ট এন্ড ডেভলাপার। এইচটিএমএল, সিএসএস ও জাভাস্ক্রিপ্টের সাহায্যে একজন ডেভলাপার এই কাজগুলো করে থাকে।


মূলত ওয়েবসাইটে প্রবেশ করেই পাঠক যা দেখতে পায় সেগুলোই ফ্রন্ট এন্ড ডেভলাপারের কাজ। তারা শুধু স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করে। এটি ওয়েব ডেভলাপমেন্টের প্রথম ধাপ।


আর ওয়েবসাইটটি ভেতরে যেভাবে পরিচালিত হচ্ছে সেই কাজগুলো যে করে থাকে তাকে বলা হয় ব্যাক এন্ড ডেভলাপার। স্ট্যাটিক ওয়েব পেজকে ডাইনামিক ওয়েব পেজে রুপান্তর করে থাকেন একজন ব্যাক এন্ড ডেভলাপার।


আর যারা ফ্রন্ট এন্ড ডেভলাপমেন্ট ও ব্যাক এন্ড ডেভলাপমেন্ট দুটি কাজই করে থাকে তাদের বলা হয় ফুল-স্ট্যাক ডেভলাপার।



ওয়েব ডেভলাপমেন্ট শিখতে যোগ্যতা


যদি কম্পিউটার সম্পর্কিত কাজে আগ্রহ থাকে তাহলে কম্পিউটার সাইন্সে গ্রাজুয়েশন করতে পারেন। কিন্তু ওয়েব ডেভলাপার হওয়ার জন্যে কম্পিউটার সাইন্স পড়া জরুরী না।


বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে যে ল্যাংগুয়েজটি আপনার ভাল লাগে সেটি শিখে ফেলতে হবে।



ওয়েব ডেভলাপার হতে যেসব স্কিল দরকার


ওয়েব ডেভলাপার হতে গেলে টিমের সাথে কাজ করার জন্যে ভাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে। নতুন ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন সেই ব্যাপারে ধারণা থাকতে হবে।


প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ছাড়াও ডিজাইন করার জন্যে ক্যানভা, ফটোশপ সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।


ওয়েব ডেভেলপমেন্টের ভবিষ্যৎ


পুরো পৃথিবীতে বর্তমানে ৫.১৮ বিলিয়ন ইন্টারনেট ব্যবহারী আছে। এই সংখ্যাটা দিন দিন আরো বৃদ্ধি পাবে।  অন্যান্য কোম্পানির সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে হলে কোম্পানিগুলোকে তাদের ওয়েবসাইট আরো বেশি আকর্ষণীয় ও ইউজার ফ্রেন্ডলি করতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেগুলো বাজারে আসার ২০ বছর পেরিয়ে গেলেও কোনো প্রতিষ্ঠানের জন্যে ওয়েবসাইটের আবেদন এতটুকু কমেনি।

 

ফলে ওয়েব ডেভলাপার হিসেবে ভাল ক্যারিয়ার করার সুযোেআছে।


ওয়েব ডেভলপারদের বেতন


বাংলাদেশে বিগিনার লেভেলে ওয়েব ডেভলাপারদের বেতন ১৫-২০ হাজার টাকার বেশি হয় না। কয়েক বছর কাজের অভিজ্ঞতাহলে ৪০-৫০ হাজার বেতন পাওয়া যায়। আর যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকবে তাদের বেতন এক লাখেরও বেশি হবে।



ওয়েব ডেভলাপমেন্টের কাজ পেতে হলে


ওয়েব ডেভলাপারদের কাজ পাওয়ার জন্যে ভাল মানের পোর্টফোলিও ওয়েবসাইট গুরুত্বপূর্ণ। শুরুতেই বড় প্রতিষ্ঠানের কাজের চেষ্টা না করে যে কোনো প্রতিষ্ঠানে কাজ শুরু করে অভিজ্ঞতা অর্জন করতে হবে।


লিংকডিন, ইনডিড ছাড়াও ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে (ফাইভার, আপওয়ার্ক) অনেক জব পোস্ট থাকে।




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার