Home পরিচিতি

ক্যারিয়ার গঠনে পরামর্শ দেন বাকীবিল্লাহ

ক্যারিয়ার গঠনে পরামর্শ দেন বাকীবিল্লাহ

5 Min read

Friday, June 23rd 2023



দেশের নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে সাংবাদিকতা করেছেন কিছু বছর। এরপর নিজেই প্রকাশ করেছেন ক্যারিয়ার পরামর্শ বিষয়ক ওয়েবসাইট ‘ক্যারিয়ার ইন্টেলিজেন্স’। লেখক, উদ্যোক্তসহ একাধিক কাজের সাথে জড়িত থাকলেও মো. বাকীবিল্লাহ মূলত নিজেকে ক্যারিয়ার পরামর্শ দাতা হিসেবে পরিচয় দিতেই পছন্দ করেন। তার উদ্যোগেই গড়ে উঠেছে ক্যারিয়ার বিষয়ক এই প্ল্যাটফর্মটি। ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যারিয়ার, উদ্যোক্তা, শিক্ষা, সফলতাসহ নানা বিষয়ে পরামর্শ ও উদ্দীপনামূলক কন্টেন্ট প্রকাশ করেন।

 

এমন উদ্যোগের কারণ জানাতে গিয়ে বলেন বাকীবিল্লাহ বলেন, ছাত্রজীবন থেকেই ক্যারিয়ার বিষয়ে লেখালেখি করতাম। পেশাগত জীবনের শুরুতে সাংবাদিকতা করতে গিয়েও এই সেক্টরে কাজ করেছি। এক পর্যায়ে মনে হলো, কোটি বেকারের এই দেশে সঠিক ক্যারিয়ার গাইডলাইন পাওয়ার কোন জায়গা নেই। দৈনিক পত্রিকায় ক্যারিয়ার বিষয়ক যেসব পাতা বের হয়, তা শুধুমাত্র চাকরি কেন্দ্রিক। এই শূন্যতা থেকেই আমি পূর্ণাঙ্গ ক্যারিয়ার বিষয়ক প্রকাশনা দাড় করানোর উদ্যোগ নেই।

 

ক্যারিয়ার ইন্টেলিজেন্সের জন্ম ২০১১ সালের জুন মাসে। শুরুতে ম্যাগাজিন আকারে কাগজে ছাপা কয়েকটি সংখ্যা বের করেছিলেন। এরপর অনলাইনের প্রভাব বাড়তে শুরু করায় ছাপা বন্ধ করে ওয়েবসাইটকে সমৃদ্ধ করার দিকে মনোযোগ দেন। ক্যারিয়ার বিষয়ে সব ধরণের তথ্য দিয়ে সাজাতে শুরু করেন ওয়েবসাইটকে। শূন্য থেকে শুরু হওয়া প্ল্যাটফর্মটিতে আজ অনেক তরুণের ভার্চুয়াল আনাগোনা। তারা ক্যারিয়ার বিষয়ে ধারণা নিতে আসেন এখানে।

 

সঙ্গে আরো অনেক কিছু থাকলেও ক্যারিয়ার ইন্টেলিজেন্সের মূল ফোকাস ক্যারিয়ার গঠন। তরুণ প্রজন্মকে ক্যারিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সহযোগিতা, বিভিন্ন পেশার ভালো মন্দ, নিজের পছন্দের জায়গাটিতে পৌছানোর উপায় এবং পেশাগত দক্ষতসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয় ক্যারিয়ার ইন্টেলিজেন্স থেকে। ওয়েবসাইটে (www.careerintelligencebd.com) ঢুকতেই চোখে পড়বে বিভিন্ন বিষয়ভিত্তিক কন্টেন্টগুলো।

 

প্রতিটি বিষয়ে আলাদা ক্যাটাগরি তৈরি করা হয়েছে। ক্যারিয়ার পরামর্শ বিভাগে কোন পেশায় ক্যারিয়ার তৈরিতে কী প্রস্তুতি নিতে হবে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কোন পেশায় কেমন উপার্জন, ভালো মন্দ দিক কী- তা নিয়ে আছে আলোচনা। আবার সিভি তৈরি থেকে শুরু করে চাকরির প্রস্তুতির অনেক বিষয়ে পরামর্শ দিয়েছেন আলাদা আলাদা লেখায়। তুলে ধরেছেন ক্যারিয়ার গঠনে সফল ব্যক্তিদের সাক্ষাৎকার কিংবা তাদের জীবনী- যা পাঠককে উদ্ভূদ্ধ করতে ভুমিকা রাখবে বলে আশা তার। আবার পেশাগত দক্ষতা উন্নয়ন, কাজ, কাউন্সেলিং, সময়ানুবর্তিতাসহ অনেক বিষয়ে পরামর্শ দিয়েছেন। মোট কথা ক্যারিয়ার বিষয়টিকে পূর্ণাঙ্গরূপে সব শ্রেণির পাঠকের জন্য তুলে ধরছেন ‘ক্যারিয়ার ইন্টেলিজেন্সের’ মাধ্যমে।

 

আছে বিভিন্ন শিক্ষা বিষয়ক অনেক কন্টেন্ট। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ, দেশে উচ্চশিক্ষা, ভর্তি সহায়িকাসহ বিভিন্ন বিষয়ের ওপর তথ্য সমৃদ্ধ লেখা রয়েছে।

 

ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউব চ্যানেলেও (Career Intelligence) ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শমূলক ভিডিও প্রকাশ করেন বাকীবিল্লাহ। চাকরির বাজার, বিদেশে উচ্চশিক্ষা, সঠিক পরিকল্পনা গ্রহণ, আচরণগত দিক- এমন বিভিন্ন বিষয়ে ভিডিও টিউটোরিয়াল রয়েছে চ্যানেলে। বিভিন্ন সেক্টরের সফল ব্যক্তিদের গল্পও তুলে ধরা হয় সাক্ষাৎকারের মাধ্যমে। ইতোমধ্যেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২৫ হাজারে পৌছে গেছে।

 

ক্যারিয়ার ইন্টেলিজেন্স’ নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে  বাকীবিল্লাহ বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। তাদের দেখে বুঝতে পারছি, সঠিক কোন ক্যারিয়ার প্লানিং ছাড়াই তারা বেড়ে উঠছে। যা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো। দেশের এই তরুণ প্রজন্মকে ছাত্রজীবনেই ক্যারিয়ার বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেয়া ও সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই ক্যারিয়ার ইন্টেলিজেন্সকে। পাশাপাশি সব বয়সের মানুষ যাতে এখান থেকে গাইডলাইন পায় সেই চেষ্টাও থাকবে।

 

 

ভবিষ্যতে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বইসহ বিভিন্ন প্রকাশনা নিয়ে আসারও কাজ চলছে। ইউটিউব চ্যানেলে সম্প্রতি ক্যারিয়ার বিষয়ক একটি সিরিজ ভিডিও শুরু হয়েছে। যেখানে ক্যারিয়ার বিষয়ক বাংলাদেশে প্রচলিত বিভিন্ন সমস্যা ও সেগুলো কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা করা হবে পর্যায়ক্রমে।




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার