জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ
BY
Nadim Majid
বিশ্বব্যাংক এবং জাপান সরকারের যৌথ উদ্যোগে দেয়া একটি
বৃত্তির নাম জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ।
এ বৃত্তি নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে।
‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীরা এ
বৃত্তি পাবেন। বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা আবেদন
করার সুযোগ পাবেন এ বৃত্তির জন্য।
প্রতিবছর শিক্ষার্থীরা দুটি সময়ে এ
বৃত্তির জন্য আবেদনের সুযোগ পেয়ে থাকেন।
অ্যাপ্লিকেশন উইন্ডো-১–এ ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন
করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এ ধাপের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা
হবে ২০২৪ সালের মার্চে। অ্যাপ্লিকেশন উইন্ডো-২–এ আবেদন শুরু হবে আগামী বছরের ২৫
মার্চে। এ ধাপে আবেদন চলবে আগামী ২৪ মে পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের তালিকা
প্রকাশ করা হবে ২০২৪ সালের জুনে।
জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক
গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় রয়েছে ১৯টি বিশ্ববিদ্যালয়। উল্লেখযোগ্য
বিশ্ববিদ্যালয়গুলো হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস, হার্ভার্ড
বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব টোকিও, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি অব সাসেক্স, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধা-
· সম্পূর্ণ টিউশন ফি।
· বিমানে আসা-যাওয়ার খরচ।
· চিকিৎসা বিমা।
· মাসিক উপবৃত্তি দেওয়া হবে। যার মাধ্যমে আবাসন, খাবার ও বই কেনার ব্যয় বহন করা যাবে।
যোগ্যতাগুলো—
· বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে।
· কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না।
· সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
· আবেদনের তারিখের কমপক্ষে তিন বছর আগে স্নাতকসম্পন্ন করতে হবে।
· ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন
করার পরে কমপক্ষে তিন বছর যে কোনো উন্নয়ন সংস্থার সাথে জড়িত থাকতে হবে।
· উন্নয়ন–সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে
পারবেন। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ঢুঁ মারতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা ও বিষয় দেখতে
আগ্রহী প্রার্থীরা ক্লিক করতে পারেন।
POST A COMMENT
OTHER POSTS OF পরিচিতি CATEGORY
Copyright © 2023
By Bangla Puzzle Limited
To comment in this Blog, SignIn with Google