Home পরিচিতি

ডাটা সাইন্টিস্ট

ডাটা সাইন্টিস্ট

5 Min read

Saturday, December 16th 2023



ডিজিটাল দুনিয়ায় যারা কাজকর্ম করেন তারা জানেন তথ্য কতটা শক্তিশালী। আমরা ইন্টারনেটের যেখানেই প্রবেশ করি কোনো না কোনো ডাটা রেখে যাচ্ছি। সেই ডাটা থাকছে অন্য কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। আমাজনের মত বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের কাস্টমারের বিহেভিয়ার বিশ্লেষণের মাধ্যমে আরো সেল বৃদ্ধি করতে চায়। কোম্পানির হয়ে ডাটা বিশ্লেষণের কাজ করে দেয় একজন ডাটা সাইন্টিস্ট।


ডাটা সাইন্স একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে অ্যালগরিদমের মাধ্যমে নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ ও শ্রেণীবিহীন তথ্য থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত বের করে আনা হয়। ডাটা সাইন্স নিয়ে কাজ করতে হলে নির্দিষ্ট ডোমেইন (ফিল্ড) সম্পর্কে নলেজ থাকা জরুরী।


প্রতিদিন ইন্টারনেটের দুনিয়াতে ১.১৪৫ ট্রিলিয়ন মেগাবাইটের বেশি ডাটা উৎপন্ন হয়। এই ডাটার ৮০-৯০ ভাগই থাকে শ্রেণিবিহীন হিসেবে। ডাটার সংখ্যা এতটাই বিশাল একজন ইন্টারনেট ব্যবহারী এই ডাটা ডাউনলোড করতে চাইলে ১৮১ মিলিয়ন বছর লেগে যাবে।


এই বিশাল সংখ্যাক ডাটা নিয়ে কাজ করার জন্যে প্রয়োজন অসংখ্যা ডাটা সাইন্টিস্ট।



ডাটা সাইন্টিস্ট হিসেবে কে কাজ করতে পারে


ডেটা সাইন্সের যাবতীয় কাজকর্ম করার ভিত্তি হলো গণিত আর পরিসংখ্যান। আর কম্পিউটার সাইন্সের মাধ্যমে সেটি প্রয়োগ করা হয়। বিশাল সংখ্যাক ডাটা থেকে পর্যবেক্ষণের মাধ্যমে নির্দিষ্ট প্যাটার্ন বের করা, একটা সিদ্ধান্তে আসা ও কোম্পানির প্রয়োজনে লাগবে এরকম বিভিন্ন ইনফরমেশন তুলে আনাই একজন ডাটা সাইন্টিস্টের কাজ।


ডাটা সাইনিস্টস্ট বিজনেস, হেলথকেয়ার, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন ফিল্ডে কাজ করে থাকে। 


কম্পিউটার সাইন্স, পরিসংখ্যান, ইঞ্জিনিয়ারিং ও ব্যবসা সম্পর্কিত বিষয় থেকে পড়েও ডাটা সাইন্টিস্টের পেশায় আসা যাবে। 



ডাটা সাইন্সের ভবিষ্যৎ


আর্টিফিসিয়াল ইন্টিলিজিন্স ও মেশিন লার্নিংয়ের উন্নতির কারণে বিভিন্ন সেক্টরে এনালাইসিস করা, মডেল প্রেডিক্ট করা ও অটোমেশনের কাজের চাহিদা বাড়ছে। কোম্পানিগুলো চেষ্টা করছে আরো বেশি পার্সোনোলাইজড এক্সপেরিয়েন্স দিতে। এই কাজগুলো করার জন্যে প্রয়োজন বিশাল সংখ্যাক ডাটার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার। এ কারণেই ডাটা সাইন্সের কাজ আরো বৃদ্ধি পাবে।


হেলথকেয়ারে ডাটা এনালিটিক্সের মার্কেট ২০২৫ সালে ৬৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে। বিগ ডাটা এনালিটিক্সের মার্কেট হবে ১০৩ বিলিয়ন ডলার।


একবিংশ শতাব্দীর সবচেয়ে বেশি চাহিদা থাকা পেশা হিসেবে ডাটা সাইন্স প্রথম দিকেই আছে। 


বেতন ও চাকরি 


আমেরিকায় একজন ডাটা সাইন্টিস্টের বাৎসরিক বেতন সর্বোচ্চ গড়ে এক লাখ সতের হাজার ডলারের বেশি হতে পারে। এই বেতন প্রতি বছরই দুই হাজার ডলার করে বৃদ্ধি পাচ্ছে।


উন্নত বিশ্বে প্রাথমি অবস্থাতেই একজন ডাটা সাইন্টিস্ট ৮৫ হাজার ডলারের বেশি পেয়ে থাকে। সমীক্ষা অনুসারে ২০২৬ সাল নাগাদ ডাটা সাইন্টিস্টদের জন্যে ১১ মিলিয়নের বেশি জব এভয়লেভল থাকবে।


লিংকডিনে বর্তমানে সবচেয়ে বেশি সার্চ হওয়া জবের তালিকায় ডাটা সাইন্স প্রথম দিকেই থাকে।  এছাড়াও গ্লাসডোর, ইনডিডের মত জব সাইটেও ডাটা সাইন্টিস্টের চাকরির পোস্ট থাকে। 



ডাটা সাইন্স শিখতে হলে যেসব টুল ও স্কিল লাগবে


ডাটা সাইন্স শেখার জন্যে গণিত ও পরীসংখ্যানে ভাল দক্ষতা থাকা জরুরী। একইসাথে পাইথন বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজও শিখতে হবে। পাইথন না হলে আর ল্যাংগুয়েজ মেকার সাথে সাথে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য Tableau, Matplotlib শেখা যেতে পারে।



কোথায় শিখব


Krish Naik, Coursera, Data Camp সহ আরো অনেক ওয়েবসাইটে ডাটা সাইন্স শেখা যাবে। বাংলায় শিখতে চাইলে study mart চ্যানেল থেকে শেখা যাবে।


এছাড়াও ইউটিউবে প্রচুর ফ্রি টিউটোরিয়াল পাওয়া যাবে। এডেক্স, কাগলসহ হার্ভাড ইউনিভার্সিটির ওয়েবসাইট, গুগল ক্লাউড ট্রেনিংয়ে সার্টিফিকেটসহ কোর্স পাওয়া যাবে।




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার