পেশা পরিচিতি: প্রুফ রিডার
BY
Roby Hossain
ছাপার অক্ষরে বানানের নানা রকম ভুল
থাকতে পারে। অনলাইনে কোনো কিছু প্রকাশ করার পর সেই ভুলটা সংশোধন করে নেওয়া যায়।
কিন্তু পত্রিকা বা বই একবার প্রকাশিত হয়ে গেলে সেই ভুলটা ভুল হিসেবেই থেকে যায়।
ছাপা হওয়ার আগেই লেখাটা যেন নির্ভুল হয় সে দিকটা দেখভাল করেন একজন প্রুফ
রিডার। কোনো লেখার বানান থেকে শুরু করে গ্রামার, যতিচিহ্ন ও লেখার ফরম্যাটটিও ঠিক করতে হয় একজন প্রুফ রিডারকে।
অনেকে প্রুফ রিডারের কাজের সাথে এডিটরের কাজকে গুলিয়ে
ফেলেন। একজন এডিটর সাধারণত লিখাটি পুনরায় এডিট করেন সেখানে
প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসেন কিন্তু একজন প্রুফরিডার এই কাজটি করেন না।
প্রুফ রিডারদের কাজ দুই ধাপে হয়। প্রথম ধাপে তারা পাণ্ডুলিপি থেকে ভুল সংশোধনের কাজ করেন। দ্বিতীয় ধাপে করেন পাণ্ডুলিপি সম্পাদনা।
যোগ্যতা
প্রুফ রিডার হিসেবে কাজ করার জন্যে
সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো অভিজ্ঞতা। এই কাজে যার অভিজ্ঞতা যত বেশি তার ভাল
করার সম্ভাবনা তত বেশি।
ভাষাগত দক্ষতা : আপনি যে ভাষায় কথা বলেন
সেই ভাষার গ্রামার, সিনট্যাক্স, শব্দ ভাণ্ডার ও নিয়মকানুনে আপনার ভাল দক্ষতা
থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যদি আপনার ইংরেজী, সাংবাদিকতা ও কমিউনিকেশনে কোনো ডিগ্রী থাকে তাহলে ভাল। কিন্তু এক্ষেত্রে
ডিগ্রী খুব গুরুত্বর্পূর্ণ নয়।
আপনার যদি কোনো ভাষায় অনেক বেশি দখল
থাকে অর্থাৎ সেই ভাষার সাহিত্যসহ প্রচুর লেখা পড়ার অভ্যাস আপনার থাকে তাহলে আপনি
প্রুফ রিডার হিসেবে কাজ করতে পারবেন।
অভিধানে দ্রুত কিভাবে শব্দ খুঁজে পেতে হয় এই স্কিলের পাশাপাশি আপনাকে সেই ভাষার বানান রীতি সম্পর্কে ভাল জ্ঞান রাখতে হবে।
প্রুফ রিডিংয়ের ভবিষ্যৎ
অনলাইন কন্টেন্টের চাহিদা দিন দিন
বাড়ছে। ফলে প্রতিদিন অসংখ্যা ওয়েবসাইট, ব্লগ, ও ইবুক প্রকাশিত হচ্ছে। প্রতিটি লেখার পেছনেই কেউ না কেউ প্রুফ রিডিংয়ের কাজ
করছে।
বাংলাদেশে প্রতি বছর একুশে বই মেলায় অসংখ্যা বই প্রকাশিত হয়। এছাড়াও বছরজুড়ে
ছাপাখানাগুলোতে বই ছাপানোর ব্যস্ততা থাকে।
তাই, প্রুফ রিডারদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
প্রুফ রিডারদের বেতন
সাধারণত বই প্রকাশের মৌসুমে প্রুফ রিডারদের
সাথে চুক্তিভিত্তিক নিয়োগ করে থাকে কোম্পানিগুলো। ঢাকায় প্রকাশনীগুলোতে কাজ করলে
মাসে ৪০/৪৫ হাজার টাকা আয় করা সম্ভব। কোন কোন প্রকাশনী ফর্মাভিত্তিক কাজেও নিয়োগ
করে থাকে।
আমেরিকায় এন্ট্রি লেভেলে প্রুফ রিডারদের
স্যালারি বছরে ৩০ হাজার ডলার। আর অভিজ্ঞতা থাকলে সেই বেতন বছরে ৬০ হাজার ডলারও হতে
পারে।
কোথায় কাজ পাওয়া যাবে
প্রুফ রিডার হিসেবে স্থায়ী চাকরি পাওয়া যেতে পারে পত্রিকাগুলোতে। আর প্রকাশনীগুলোতে
কাজ করতে চাইলে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
এছাড়াও দেশী বিদেশী বিভিন্ন
অর্গানাইজেশনসহ সরকারী মন্ত্রনালয়গুলোতেও প্রুফ রিডারের দরকার থাকে। রোহিঙ্গা
ক্যাম্পেও এনজিওগুলোতে প্রুফ রিডার প্রয়োজন হয়। এর বাইরে নাটক, সিনেমার প্রুফ রিড করার জন্যেও লোকবল দরকার পড়ে।
এর বাইরে আপওয়ার্ক, ফাইভার ও গ্লাসডোরের মত ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং প্লাটফর্মে প্রুফরিডার
পদে কাজের চাহিদা থাকে।.
কোথায় শেখা যাবে প্রুফ রিডিং
কোর্সেরা, এডেক্স ও ইউডিমেত প্রফ রিডিং ও ভাষাগত দক্ষতার অনেক কোর্স আছে। এই কাজ কোর্স
করে শেখার চেয়ে বেশি শিখতে হয় নিজে পড়ে। অভিজ্ঞতা অর্জন করে।
কোনো টেক্সট পড়ে দ্রুত বানানগুলোর ভুল
ধরতে পারা, কোথায় যতি চিহ্ন হবে সেটা বুঝতে পারার দক্ষতাই
এখানে গুরুত্বপূর্ণ।
POST A COMMENT
OTHER POSTS OF পরিচিতি CATEGORY
Copyright © 2023
By Bangla Puzzle Limited
To comment in this Blog, SignIn with Google