Home পরিচিতি

বিদেশে উচ্চশিক্ষায় পরামর্শ দেন জিসান

বিদেশে উচ্চশিক্ষায় পরামর্শ দেন জিসান

5 Min read

Saturday, June 3rd 2023




বিদেশে পড়তে গেলে আপনাকে শুরুতেই একটি দেশ বাছাই করতে হবে। কোন দেশটি আপনার জন্য সব দিক থেকে উপযোগী হবে, সেটি বাছাই করার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। . কোন দেশে সর্বোচ্চ স্কলারশিপ বা ফান্ডিং সুবিধা পাওয় যাবে? . কোন দেশে পড়াশোনার পাশাপাশি কাজ করে কিছু উপার্জন করা যাবে? . কোন দেশগুলোর শিক্ষার মান উন্নত, যা আপনাকে কর্মক্ষেত্রে সহায়তা করবে? . কোন দেশে মুক্তমত মুক্ত চলাফেরার পরিবেশ পাওয়া যাবে? . কোন দেশে পার্মানেন্ট রেসিডেন্সি বা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া সহজ হবে এবং শেষ পর্যন্ত আপনি নাগরিকত্ব পেতে পারেন?
কথাগুলো বলেছেন জাপানপ্রবাসী পিএইচডি গবেষক জোবায়ের জিসান। বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ দিয়ে থাকেন নিজের ইউটিউব চ্যানেলে। নিজের নামে তাঁর ইউটিউব চ্যানেলের নাম Jobayer Jisan. জাপান সরকারের প্রেস্টিজিয়াস MEXT Scholarship  নিয়ে দেশটিতে তাঁর যাত্রা বছর দেড়েক আগে। এর আগে উচ্চশিক্ষা নিয়েছেন চীনে।
.
তৃতীয় বিশ্বের তরুণদের কাছে উন্নত বিশ্বের ডিগ্রি নিজের বায়োডাটায় যুক্ত করা একটি বিরাট স্বপ্ন। আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মেলাতে উন্নত কারিকুলামের শিক্ষা গ্রহণ জরুরি হয়ে পড়েছে; কিন্তু জন্য প্রয়োজনীয় পরামর্শ গাইডলাইন পাওয়া সহজ নয়। দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় সেই পথ দেখানোর কোনো উপায়ও নেই। এমন কোনো স্বীকৃতি প্রতিষ্ঠানও নেই, যারা স্বপ্নবাজ তরুণদের পথ দেখাবে।
তবে অনলাইন-দুনিয়া এই কাজটা এখন সহজ করে দিয়েছে। অনেকে নিজের উদ্যোগেই এই দায়িত্ব পালন করছেন। নিজের অভিজ্ঞতাটা ছড়িয়ে দিচ্ছেন সবার মধ্যে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের দিয়ে যাচ্ছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা। জন্য তাঁরা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। যেটি সবার হাতের নাগালে, যেখানে যে কেউ বিনা খরচেই জানতে পারবেন প্রয়োজনীয় তথ্য।
এমনই একজন জোবায়ের জিসান। তাঁর তৈরি করা কনটেন্টগুলো তরুণ শিক্ষার্থীদের পথ সহজ সুগম করে দিতে পারে। যাঁরা সব যোগ্যতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ধারণা পদক্ষেপের অভাবে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন না, তাঁদের জন্য এগুলো হতে পারে আলোর দিশারি।
.
জিসান তাঁর ইউটিউব চ্যানেলে বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছেন কয়েক বছর ধরে। যেখানে নানান বিষয়ে তথ্য দেওয়ার পাশাপাশি শেয়ার করেন নিজের অর্জিত অভিজ্ঞতা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুবিধা-অসুবিধা, উপায়, বাধাবিপত্তি-সবই উঠে আসে তাঁর ভিডিওতে।
তাঁর ভিডিওর বিষয়গুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রতিটি বিষয়ে দর্শকেরা নিজের প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিতে পারেন। লেখার শুরুতে তাঁর যে পরামর্শগুলোর কথা তুলে ধরা হয়েছে, সেই ভিডিওটির শিরোনামউচ্চশিক্ষায় কোন দেশ সবচেয়ে ভালো যেখানে ৫টি মানদণ্ডের ভিত্তিতে কিছু দেশের কথা তুলে ধরেছেন জিসান। কোন দেশে কী ধরনের সুবিধা পাওয়া যাবে, কোথায় কী অসুবিধায় পড়তে পারেন একজন বিদেশি শিক্ষার্থী, সেগুলো সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন।
আরেকটি ভিডিওর শিরোনামবিদেশে স্কলারশিপ পেতে কী কী লাগে’, যেখানে স্কলারশিপের জন্য একজন শিক্ষার্থীর প্রয়োজনীয় যোগ্যতা, নথিপত্র, ভাষাগত দক্ষতা, আবেদনপ্রক্রিয়া, বিশ্ববিদ্যালয় বিষয় বাছাই থেকে শুরু করে প্রয়োজনীয় সব তথ্য তুলে ধরা হয়েছে।
যাঁরা কম জিপিএ পাওয়ায় বিদেশে উচ্চশিক্ষা নিয়ে শঙ্কায় রয়েছেন, তাঁদের জন্য উপায় বাতলে দিয়েছেন জিসান। কী করলে জিপিএর এই দুর্বলতা কাটিয়ে ভালো স্কলারশিপ পাওয়া যাবে, দিয়েছেন সেই পরামর্শ। আবার যাঁরা বিদেশে পড়াশোনা মানেই প্রচুর টাকার দরকার বলে ভাবছেন, তাঁদের সাহস জোগাতে তিনি জানিয়েছেন, কীভাবে অল্প খরচেও বিদেশে পড়াশোনা করা যায়। কী করে শতভাগ স্কলারশিপ পাওয়া যায় কিংবা কম খরচে থাকা-খাওয়া চালানো যায়, সেসব উপায় দেখিয়ে দিয়েছেন। মাত্র ২৪ হাজার টাকা নিয়ে তাঁর জাপানে পাড়ি জমানোর গল্প নিশ্চয়ই অনেককে সাহস জোগাবে।
কীভাবে প্রতারণার হাত থেকে বেঁচে সঠিক উপায়ে বিদেশে উচ্চশিক্ষার পথ খুঁজে পাওয়া যাবে, কোন দেশগুলোতে বাধ্য না হলে যাওয়া উচিত নয়, সেটাও নির্দ্বিধায় বলে দিয়েছেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদেরও যে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে, সেটা জিসান জানিয়েছেন তাঁর চ্যানেলে। তাঁদের কীভাবে, কোন সেক্টরকে টার্গেট করে অগ্রসর হতে হবে, জানিয়েছেন সেই তথ্যও।
চ্যানেলের লিংকhttps://www.youtube.com/@JobayerJisan




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার