Home সাক্ষাৎকার

বিশ্বব্যাংকের ক্যারিয়ার সাইটে একটি ভালো প্রোফাইল থাকা জরুরি

বিশ্বব্যাংকের ক্যারিয়ার সাইটে একটি ভালো প্রোফাইল থাকা জরুরি

5 Min read

Tuesday, February 21st 2023



মোস্তফা আমির সাব্বিহ কাজ করছেন বিশ্বব্যাংকের সোশাল প্রটেকশন স্পেশালিস্ট হিসেবে

মোস্তফা আমির সাব্বিহ কাজ করছেন বিশ্বব্যাংকের সোশাল প্রটেকশন স্পেশালিস্ট হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে গ্রাজুয়েশন করেছেন।

দক্ষিণ কোরিয়ার কেডিআই স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে ডেভেলপমেন্ট পলিসি বিষয়ে মাস্টার্স করেছেন। বিশ্বব্যাংকে যোগদানের পূর্বে অক্সফাম, সিপিডিতে কাজ করেছেন। আজকের পর্বে তার সাক্ষাৎকার তুলে ধরা হল- 

 

 আপনার সেক্টরে কাজ করছে না, এমন কাউকে আপনার কাজ সম্পর্কে বর্ণনা করুন-

আমি বিশ্বব্যাংকের সোশাল প্রোটেকশন অ্যান্ড জবস গ্লোবাল প্র্যাকটিস বিভাগে কাজ করছি। বিশ্বব্যাংকের সদস্য দেশ বাংলাদেশ। বাংলাদেশে বিশ্বব্যাংকের নানাবিধ কার্যক্রম রয়েছে। সে সব কার্যক্রমের একটি হল বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পসমূহে অর্থায়ন এবং নীতি সংস্কারে পরামর্শ প্রদান করা। বাংলাদেশের সামাজিক সুরক্ষা প্রকল্পসমূহে বিশ্বব্যাংক দলের পক্ষ থেকে পরামর্শ প্রদান, বিশ্লেষণ, বিনিয়োগ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন সহায়তা এবং বাজেট সহায়তা কার্যক্রমে কাজ করে থাকি।  

 

আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সেখানে কেউ কাজ করতে চাইলে তার কি ধরনের যোগ্যতা থাকতে হবে-

সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স/ পিএইচডি ডিগ্রিধারী হতে হয়। বিদেশি ডিগ্রি থাকলে তা সুবিধা হিসেবে যোগ হয়। অপারেশনাল এবং টেকনিক্যাল স্টাফদের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টে  কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়ে থাকে। পাশাপাশি, আবেদনকারীর নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা এবং নেগোশিয়েসন দক্ষতা আবশ্যক। 

 

আপনার প্রতিষ্ঠানে নিয়োগের সার্কুলারগুলো কোন কোন মাধ্যমে প্রকাশিত হয় এবং আবেদন করার সময় কোন কোন বিষয় মাথায় রাখা উচিত-

বিভিন্ন চাকরির ওয়েবসাইট, বিশ্বব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি, জাতিসংঘের চাকরির বিজ্ঞপ্তি,  বিশ্বব্যাংকের ফেসবুক গ্রুপে সার্কুলারগুলো দেয়া হয়ে থাকে। একটি বিষয় আবেদনকারীকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানকার কোনো সার্কুলারে আবেদন করার জন্য বিশ্বব্যাংকের ক্যারিয়ার সাইটে একটি ভালো প্রোফাইল থাকা জরুরি।

 

 

আপনি করেছেন এমন একটি প্রিয় প্রজেক্ট সম্পর্কে বলুন-

 

২০২১ সালে বিশ্বব্যাংক’র সামাজিক সুরক্ষা বিষয়ক ফ্ল্যাগশিপ রিপোর্ট ‘“Bangladesh Social Protection Public Expenditure Review” প্রকাশিত হয়। আমি এ রিপোর্ট প্রস্তুতের সাথে সম্পৃক্ত দলের একজন কোর সদস্য ছিলাম। এছাড়াও বিশ্বব্যাংকের সামাজিক সুরক্ষা বিষয়ক অনুসন্ধানভিত্তিক বিভিন্ন পলিসি নোট এবং ব্লগের সহ-লেখক ছিলাম।

 

আপনার লিংকডইন প্রোফাইল থেকে অনুমান করা যায় না এমন একটি বিষয়ে বলুন-

 

ইতোমধ্যে পাবলিক ফাইনান্স, শিক্ষা বাজেট, সামাজিক সুরক্ষা, এমডিজি, এসডিজি, উপাত্ত বিপ্লব (data revolution), স্থানীয় সরকার এবং সেবা প্রদান বিষয়ে আমার বেশ কিছু বই, অধ্যায়, জার্নাল আর্টিকেল প্রকাশিত হয়েছে।

 

বর্তমানে ক্যারিয়ার ট্রেন্ডের কোন কোন বিষয়গুলো নিয়ে আশাবাদী? কমপক্ষে একটি বিষয়ে বলুন-

 

ই-বিজনেস/ ই-কমার্স। কোভিড-১৯ প্রমাণ করেছে এ সেক্টরটি উদীয়মান। পাশাপাশি ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের জন্য বাংলাদেশের নীতিগত অগ্রাধিকার থাকা আশাব্যঞ্জক।


ক্যারিয়ার সম্পর্কিত একটি পডকাস্ট, ওয়েবসাইট, সিরিজ অথবা সোশাল মিডিয়া একাউন্ট সুপারিশ করুন-

Career development series/Career Cafe in Open Learning Campus (OLC) of the World Bank




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF সাক্ষাৎকার CATEGORY

নিজ কমিউনিটিতে সামাজিক উদ্যোগ নিয়ে কাজ করলে ফেলোশিপ প্রোগ্রামে অগ্রাধিকার দেওয়া হয়: শেখ পলাশ মাহমুদ 

10 Min read

Saturday, May 27th 2023

এই এক্সচেঞ্জ প্রোগ্রামটি আমেরিকান সরকারের একমাত্র ফেলোশিপ, যা সরাসরি আবেদন করা যায় না

ফেসবুক গ্রুপের সমৃদ্ধির জন্য নিত্যনতুন আইডিয়া নিয়ে নিয়মিত কাজ করতে হবে

8 Min read

Friday, May 19th 2023

বড় ফেসবুক গ্রুপ পরিচালনার ক্ষেত্রে সতর্কতা জরুরি। একটি ভুল পোস্ট এপ্রুভ হয়ে গেলে তিলে তিলে গড়া বৃহৎ গ্রুপের বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে। তাই এপ্রুভের ক্ষেত্রে অনেক যাচাই-বাছাই করতে হবে

গবেষণা সেক্টরে সাধারণত ঘোষণা দিয়ে জনবল নিয়োগ দেয়া হয় না

6 Min read

Thursday, May 11th 2023

আমি মাঠ পর্যায় থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে যে কোনো প্রজেক্টের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে থাকি।

এআই এখন ক্যারিয়ার ট্রেন্ড: খান ফারহানা

6 Min read

Friday, May 5th 2023

পুরো নাম ফারহানা আক্তার খান হলেও ‘খান ফারহানা’ নামেই সবচেয়ে বেশি পরিচিত তিনি। আইসিটি ইনোভেশন অফিসার হিসেবে কর্মরত আছেন ইউএনডিপি পূর্ব তিমুরে।

অলাভজনক সংগঠন পরিচালনায় ফোকাস ধরে রাখাটা জরুরি

8 Min read

Friday, April 7th 2023

স্বচ্ছতার বিষয় আসলে প্রথমে আসবে টাকা পয়সার কথা। আমাদের সংগঠন পরিচালনায় আয়ের ক্ষেত্রে আমরা কোনো ক্যাশ টাকা রিসিভ করি না। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে হয়।

১৮ বছরের বেশি যে কেউ প্যারিস অলিম্পিকে আবেদন করতে পারবে

6 Min read

Friday, March 31st 2023

ব্রাজিল অলিম্পিক ২০১৬তে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে পিয়াল রিজওয়ান