বিশ্বব্যাংকের ক্যারিয়ার সাইটে একটি ভালো প্রোফাইল থাকা জরুরি
BY
Nadim Majid
মোস্তফা আমির সাব্বিহ কাজ করছেন বিশ্বব্যাংকের সোশাল প্রটেকশন স্পেশালিস্ট হিসেবে
মোস্তফা আমির সাব্বিহ কাজ করছেন বিশ্বব্যাংকের সোশাল প্রটেকশন স্পেশালিস্ট হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে গ্রাজুয়েশন করেছেন।
দক্ষিণ
কোরিয়ার কেডিআই স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে ডেভেলপমেন্ট পলিসি
বিষয়ে মাস্টার্স করেছেন। বিশ্বব্যাংকে যোগদানের পূর্বে অক্সফাম, সিপিডিতে কাজ করেছেন।
আজকের পর্বে তার সাক্ষাৎকার তুলে ধরা হল-
আপনার সেক্টরে কাজ করছে না, এমন কাউকে আপনার কাজ সম্পর্কে বর্ণনা করুন-
আমি বিশ্বব্যাংকের সোশাল প্রোটেকশন অ্যান্ড জবস গ্লোবাল প্র্যাকটিস বিভাগে
কাজ করছি। বিশ্বব্যাংকের সদস্য দেশ বাংলাদেশ। বাংলাদেশে বিশ্বব্যাংকের নানাবিধ কার্যক্রম
রয়েছে। সে সব কার্যক্রমের একটি হল বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পসমূহে অর্থায়ন
এবং নীতি সংস্কারে পরামর্শ প্রদান করা। বাংলাদেশের সামাজিক সুরক্ষা প্রকল্পসমূহে বিশ্বব্যাংক
দলের পক্ষ থেকে পরামর্শ প্রদান, বিশ্লেষণ, বিনিয়োগ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন সহায়তা
এবং বাজেট সহায়তা কার্যক্রমে কাজ করে থাকি।
আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সেখানে কেউ কাজ করতে চাইলে তার কি ধরনের যোগ্যতা
থাকতে হবে-
সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স/ পিএইচডি ডিগ্রিধারী হতে হয়। বিদেশি ডিগ্রি থাকলে
তা সুবিধা হিসেবে যোগ হয়। অপারেশনাল এবং টেকনিক্যাল স্টাফদের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়ে থাকে। পাশাপাশি, আবেদনকারীর
নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা এবং নেগোশিয়েসন দক্ষতা আবশ্যক।
আপনার প্রতিষ্ঠানে নিয়োগের সার্কুলারগুলো কোন কোন মাধ্যমে প্রকাশিত হয় এবং
আবেদন করার সময় কোন কোন বিষয় মাথায় রাখা উচিত-
বিভিন্ন চাকরির ওয়েবসাইট, বিশ্বব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি, জাতিসংঘের চাকরির
বিজ্ঞপ্তি, বিশ্বব্যাংকের ফেসবুক গ্রুপে সার্কুলারগুলো
দেয়া হয়ে থাকে। একটি বিষয় আবেদনকারীকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানকার কোনো সার্কুলারে
আবেদন করার জন্য বিশ্বব্যাংকের ক্যারিয়ার সাইটে একটি ভালো প্রোফাইল থাকা জরুরি।
আপনি করেছেন এমন একটি প্রিয় প্রজেক্ট সম্পর্কে বলুন-
২০২১ সালে বিশ্বব্যাংক’র সামাজিক সুরক্ষা বিষয়ক ফ্ল্যাগশিপ রিপোর্ট
‘“Bangladesh Social Protection Public Expenditure Review” প্রকাশিত হয়। আমি এ রিপোর্ট
প্রস্তুতের সাথে সম্পৃক্ত দলের একজন কোর সদস্য ছিলাম। এছাড়াও বিশ্বব্যাংকের সামাজিক
সুরক্ষা বিষয়ক অনুসন্ধানভিত্তিক বিভিন্ন পলিসি নোট এবং ব্লগের সহ-লেখক ছিলাম।
আপনার লিংকডইন প্রোফাইল থেকে অনুমান করা যায় না এমন একটি বিষয়ে বলুন-
ইতোমধ্যে পাবলিক ফাইনান্স, শিক্ষা বাজেট, সামাজিক সুরক্ষা, এমডিজি, এসডিজি,
উপাত্ত বিপ্লব (data revolution), স্থানীয় সরকার এবং সেবা প্রদান বিষয়ে আমার বেশ কিছু
বই, অধ্যায়, জার্নাল আর্টিকেল প্রকাশিত হয়েছে।
বর্তমানে ক্যারিয়ার ট্রেন্ডের কোন কোন বিষয়গুলো নিয়ে আশাবাদী? কমপক্ষে একটি
বিষয়ে বলুন-
ই-বিজনেস/ ই-কমার্স। কোভিড-১৯ প্রমাণ করেছে এ সেক্টরটি উদীয়মান। পাশাপাশি ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের জন্য বাংলাদেশের নীতিগত অগ্রাধিকার থাকা আশাব্যঞ্জক।
ক্যারিয়ার সম্পর্কিত একটি পডকাস্ট, ওয়েবসাইট, সিরিজ অথবা সোশাল মিডিয়া একাউন্ট
সুপারিশ করুন-
Career development series/Career Cafe in Open Learning Campus (OLC) of the World Bank
POST A COMMENT
OTHER POSTS OF সাক্ষাৎকার CATEGORY
Copyright © 2023
By Bangla Puzzle Limited
To comment in this Blog, SignIn with Google