Home পরিচিতি

স্কলারশিপ পরিচিতি: ফুলব্রাইট স্কলারশিপ

স্কলারশিপ পরিচিতি: ফুলব্রাইট স্কলারশিপ

5 Min read

Friday, June 23rd 2023



প্রতি বছর বিশ্বের ১৫০ টির বেশি দেশ থেকে প্রায় ৪ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ পান। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে! শুনে অবাক লাগছে? কথা বলছিলাম ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে।

'ফুলব্রাইট ফরেইন স্টুডেন্ট প্রোগ্রাম’ এর আওতায় সারা বিশ্বের প্রতিভাবান গবেষক ও প্রফেশনালদের নিখরচায় পড়ার সুযোগ করে দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর জেমস উইলিয়াম ফুলব্রাইট সেপ্টেম্বর, ১৯৪৫ সালে সিনেটে স্কলারশিপ দেওয়ার জন্য বিল উত্থাপন করেন এবং ১৯৪৬ সাল থেকে উনার নাম অনুসারে এই স্কলারশিপ প্রোগ্রাম চালু হয়।

যেসব বিষয়ে পড়া যাবে:

●      হেলথ এন্ড মেডিকেল সায়েন্স: মেডিকেল সায়েন্সেস, পাবলিক হেলথ

●      বায়োলজিক্যাল এন্ড ফিজিক্যাল সায়েন্সেস: বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ফার্মেসি

●      সোশাল সায়েন্সেস: ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিকাল সায়েন্স, সোশিওলজি, হিস্ট্রি, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার

●      বিজনেস: হিউম্যান রিসোর্স, ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, অপারেশন ম্যানেজমেন্ট, হেলথকেয়ার এডমিনিস্ট্রেশন

●      ইকোনমিকস: ইন্টারন্যাশনাল ইকোনমিকস, ট্রেড এন্ড ফিন্যান্স, ইকোনমিক পলিসি, এনভায়রনমেন্টাল ইকোনমিকস, ন্যাচারাল রিসোর্সেস ইকোনমিকস

●      আরবান প্ল্যানিং: জেনারেল প্ল্যানিং, ল্যান্ড ইউজ এন্ড এনভায়রনমেন্টাল প্ল্যানিং, ট্রান্সপোর্টেশন সিস্টেম, আরবান প্ল্যানিং, কমিউনিটি ডেভেলপমেন্ট

●      এনভায়রনমেন্টাল স্টাডিজ

●      এডুকেশন: হায়ার এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন পলিসি, প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট, কারিকুলাম এন্ড ইনস্ট্রাকশন্স।

●      পাবলিক এডমিনিস্ট্রেশন

●      পাবলিক পলিসি

●     ক্লিনিক্যাল এন্ড কাউন্সিলিং সাইকোলজি

●      সিকিউরিটি স্টাডিজ

সুযোগ-সুবিধা:

●      আসা-যাওয়ার বিমান ভাড়া।

●      অতিরিক্ত ব্যাগেজ হলে তার অ্যালাউন্স

●      টিউশন এবং সংশ্লিষ্ট একাডেমিক ফি ও স্টেশনারি কেনার টাকা।

●      হেলথ ও এক্সিডেন্ট ইনস্যুরেন্স।

●      ট্রাভেল ও বসবাসের জন্য মাসিক স্টাইপেন্ডসহ অন্যান্য।

●      দৈনন্দিন ব্যয়ের জন্য মাসিক স্টাইপেন্ড।

 

আর এ খরচ বহন করা হয় পুরো কোর্স সময়কালে।

 

আবেদনের যোগ্যতা:

●      চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।

●      পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে খুব ভালো একাডেমিক ফলাফল অর্জন করতে হবে।

●      যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হয়ে থাকা যাবে না।

●      যুক্তরাষ্ট্র থেকে কোনো ডিগ্রি পাওয়া যাবে না।

●      আবেদনের আগে বিদেশ থেকে মাস্টার্স করা যাবে না। দেশে মাস্টার্স করা যেতে পারে।

●      ন্যূনতম ২ বছরের ফুলটাইম চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

●      চাকরি পড়াশোনার বিষয়ের সাথে সংশ্লিষ্ট হতে হবে।

●      ইংরেজিতে সাবলীল হতে হবে।

●      টোফেল স্কোর ন্যূনতম ৯০ এবং আইইএলটিএস স্কোর ন্যূনতম ৭ হতে হবে৷

●      সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

লিখিত আবেদনের পর সাক্ষাৎকার পর্ব শুরু হয়।৷ ইন্টারভিউ সাধারণত ১৫-৩০ মিনিটের হয়ে থাকে। এবং ৪ জন কর্মকর্তা ইন্টারভিউ নেন।

 

 প্রয়োজনীয় কাগজপত্র:

 

 

●      অনলাইনে আবেদন ফরম।

●      সকল একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট

●      ৩টি রেকমেন্ডেশন লেটার।

●      সিগনেচার ফরম।

●      আইইএলটিএস/টোফেল স্কোর।

●      জিআরই বা জিম্যাট স্কোর থেকে থাকলে সেটার নম্বর। না থাকলে ক্ষতি নেই, তবে থাকলে ভালো।

●      ২টি প্রবন্ধ।

●      একাডেমিক রিজ্যুমি।

আবেদনের সময়: ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে এ স্কলারশিপের জন্য আবেদন করা যায়।

ওয়েবসাইট: https://foreign.fulbrightonline.org




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার