Home পরিচিতি

“তোমার সৃজনশীলতাকে লুকিয়ে রেখো না”

“তোমার সৃজনশীলতাকে লুকিয়ে রেখো না”

3 Min read

Friday, April 7th 2023



সেল্ফ-হেল্প বুক হিসাবে খ্যাত ‘Steal Like An Artist: 10 Things Nobody Told You About Being Creative’ বইটি প্রকাশিত হয় ২০১২ সালে। কয়েক লক্ষ কপির বেশি বিক্রি হওয়া বইটি অনুদিত হয়েছে সারা বিশ্বের ২০টিরও বেশি ভাষায়। বইটির লেখক Austin Kleon পেশাজীবনে লেখালেখির পাশাপাশি একজন আর্টিস্ট। বড় হয়েছেন টেক্সাসের অস্টিন শহরে। ১৭৬ পাতার বইটিতে লেখক সৃজনশীল হওয়ার পেছনের রহস্য আর সেটানে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার নানা উপায় নিয়ে আলোচনা করেছেন। বইটির গুরুত্বপূর্ণ ১০টি বিষয়ের আলোচনা থাকছে আজ। লিখছেন আলিমুজ্জামান


১. আমাদের প্রত্যোকেরই সৃজনশীল কাজ করার সক্ষমতা আছে। তাই কোন অনুপ্রেরণার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। বরং নিজেদের কাছে যা আছে তাই নিয়ে কাজ শুরু করা উচিত।


২. সৃজনশীলতা মানে একেবারে আগাগোড়া নতুন কিছু তৈরি করা নয়। বরং চারপাশ থেকে অভিজ্ঞতা অর্জন করে সেগুলোর পরিবর্তিত ফলাফল ব্যবহার করেই নতুন উদ্ভাবনী কিছু তৈরি করা সম্ভব।


৩. সৃজনশীল হওয়ার জন্য নিয়মিত পরিশ্রম করা উচিত। তবে এর সাথে চাই পরিমিত বিশ্রাম আর আনন্দঘন মুহুর্ত কাটানোর সুযোগ।


৪. নিজের সীমাবদ্ধতাকে মেনে নাও। নিজেকে এটার জন্য ছোট না ভেবে বরং এটাকেই কাজে লাগিয়ে নিজেকে মেলে ধর।


৫. তুমি যাদের মত হতে চাও, তাদের কাজ দেখে শিখতে চেষ্টা কর। তাদের অনুসরণ করেই তোমার সৃষ্টিশীল কাজের যাত্রা শুরু করতে পার।


৬. তোমার সৃজনশীল কাজ লুকিয়ে রেখো না। সমমনা মানুষদের মাঝে সেগুলো ছড়িয়ে দাও, তাদের থেকে মতামত নাও। এটি তোমাকে আগামীতে আরও ভালো করতে সাহায্য করবে।


৭. নতুন কিছু করতে কখনোই ভয় পেয়ো না। নতুন কোন কাজ করতে গেলে তুমি ভুল করবে, হয়তো ব্যার্থও হবে। কিন্তু সৃজনশীল কিছু তৈরি করার এটাই সবচেয়ে ভালো রাস্তা।


৮. নিজের কাজের পরিধির বাইরে নতুন কোন অভিজ্ঞতা অর্জন করতে ভুলো না। তবে এসবের মাঝে নিজের শখ আর আগ্রহের বিষয়েও খেয়াল রেখো।


৯. কোন সৃজনশীল কাজ করার প্রতিটি ধাপকে উপভোগ কর। এ কাজের ফলাফল কেমন হবে সেটা নিয়ে আগেই দুশ্চিন্তা করো না।


১০. সৃজনশীল কাজ করা একটা অনন্ত প্রক্রিয়া। এটা এমন নয় যে তুমি কোন একটি নির্ধারিত গন্তব্যে পৌছে গেলেই এ কাজের সমাপ্তি ঘটবে। বরং নিয়মিত অনুশীলন, চেষ্টা ও ভালোবাসার সাথে লেগে থাকলেও সৃষ্টিশীল কিছু গড়ে তোলা সম্ভব।

বইটি বাতিঘরসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাবে।

বাতিঘর থেকে অর্ডার করতে ক্লিক করুন




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার