Home পরিচিতি

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023



দিন যত যাচ্ছে, মানুষের জীবনযাত্রায় তথ্যপ্রযুক্তি তত বেশি ব্যবহৃত হচ্ছে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে তথ্যের সুরক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যে কোনো তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠানে তথ্যের সুরক্ষা দিচ্ছে ইথিক্যাল হ্যাকারগণ। ইথিক্যাল হ্যাকিং নিয়ে লিখেছেন রবি হোসাইন

 

আমেরিকার মিয়ামির হাইস্কুল পড়ুয়া  তরুণ গঞ্জালেজে কম্পিউটার প্রোগ্রামিং শিখে হ্যাকারদের একটি দল গড়ে তুলেন। মাত্র ২২ বছর বয়সেই তিনি ১০ লাখ ক্রেডিট কার্ডের তথ্য চুরি করেন। এরপর গ্রেফতার হলে তিনি  মার্কিন সরকারের শীর্ষ গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের জন্য তথ্যদাতা হিসেবে কাজ শুরু করেন।

 

সিক্রেট সার্ভিসের  ইনফরমার হিসেবে কাজ করার সময়ে গঞ্জালেজ ও তার বন্ধুরা মিলে ১৮ কোটি ক্রেডিট কার্ডের তথ্য চুরি করেন। টিজিএক্স নামের একটি ক্রেডিট কার্ড কোম্পানি থেকে চুরি করেন ২৫ কোটি ৬০ লাখ ডলার। ২০১৫ সালে এই অপরাধের জন্য তাকে কারাদন্ড দেয় যুক্তরাষ্ট্রের আদালত

 

পত্রিকাগুলোতে সারা বছরর হ্যাকিংয়ের নানা রকম খবর ছাপা হয়। বর্তমানে পুরো পৃথিবীতে ৫.৩ বিলিয়নের বেশি মানুষ ইন্টারনেট তথ্য ব্যবহার করছে। মানুষ তার ব্যক্তিগত নানা রকম তথ্য ইন্টারনেটের আনাচে কানাচে রেখে যাচ্ছে। যে কোনো মুহুর্তে সেগুলো হাতছাড়া হয়ে গেলেই বড় বিপদ ঘটতে পারে

 

হ্যাকারদের হাত থেকে ইনফরমেশনগুলো রক্ষার জন্যে যারা কাজ করে থাকেন তাদের বলা হয় ইথিক্যাল হ্যাকার।  অন্য হ্যাকারারা ওয়েবসাইটের মালিকের অজান্তেই তথ্য চুরি করতে হামলা চালায় সে জায়গায় ইথিক্যাল হ্যাকাররা অনুমতি নিয়েই ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে আরো শক্তিশালী করতে কাজ করে

 

ইথিক্যাল হ্যাকার হিসেবে কে কাজ করতে পারে

 

আইটি বিষয়ে যারা অভিজ্ঞ, সিস্টেম ও নেটওয়ার্ক এডমিনস্ট্রেশন সম্পর্কে যাদের ধারণা আছে তারা ইথিক্যাল হ্যাকার হিসেবে কাজ করতে পারবেন। প্রোগ্রামার ও ডেভলাপার, সিকিউরিটি  এক্সপার্ট, নেটওয়ার্ক এক্সপার্ট, ডাটাবেজ এডমিনস্ট্রেটররাও ইথিক্যাল হ্যাকিংয়ে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে


ইথিক্যাল হ্যাকিং শিখতে হলে

 

ইথিক্যাল হ্যাকিংয়ের জন্যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মধ্যে পাইথন, জাভা ও সি++ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর দরকার হবে নেটওয়ার্কিংয়ে দক্ষথা। সেজন্যে নেটওয়ার্কের আর্কিটেকচার, প্রোটোকল ও সিকিউরিটি মিজারগুলো ভালভাবে বুঝতে হবে। ডাটাবেজ ম্যানেজম্যান্ট করার জন্যে শিখতে হবে SQL সহ বিভিন্ন প্লাটফর্ম (Windows, Linux, Unix) ব্যবহার করার সক্ষমতা থাকতে হবে

 

এছাড়াও সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা, সার্ভার সম্পর্কে জানাশোনা ও ভাল প্রবলেম সলভিং স্কিল থাকলে ইথিক্যাল হ্যাকিংয়ে ভাল করা সম্ভব

 

ইথিক্যাল হ্যাকিংয়ের ভবিষ্যৎ

 

বিভিন্ন দেশেই কদিন পর পর সাইবার হামলার কথা শোনা যায়। কদিন আগেই ইরানে সাইবার হামলায়  ৭০% পেট্রোল পাম্প বন্ধ হয়ে গিয়েছে। প্রত্যেকটি রাষ্ট্রই এ ধরনের হামলা প্রতিরোধের জন্যে ইথিক্যাল হ্যাকার নিয়োগ করছে

 

বড় বড় ইকমার্স প্রতিষ্ঠানগুলোসহ স্বাস্থ্য, বিনোদন এসব সেক্টরেও আরো বেশি ইথিক্যাল হ্যাকার কাজের সুযোগ পাচ্ছে। এই স্কিল থাকলে বিশ্বের যে কোনো দেশেই কাজ করা সম্ভব। 


ইথিক্যাল হ্যাকারের বেতন

 

আমেরিকাতে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কের মত শহরগুলোতে একজন ইথিক্যাল হ্যাকারের বেতন বছরে ৫০ হাজার ডলার হতে শুরু করে ১ লাখ ২৬ হাজার ডলার পর্যন্ত হতে পারে। অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুরেও কাছাকাছি বেতন দেওয়া হয়

 

ভারতে এই বেতন শুরু হয় দেড় লাখ টাকা থেকে


যেসব স্কিল দরকার

 

ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্যে টেকনিক্যাল স্কিলের মধ্যে বুঝতে হবে নেটওয়ার্ক, প্রোটোকাল ও আইপি এড্রেস, রাউটার, সার্ভার ও কম্পিউটার কিভাবে কাজ করে। বেসিক কম্পিউটার অপারেশন, ফাইল ম্যানেজম্যান্ট শিখতে হবে। সিকিউরিটির জন্যে শিখতে হবে লিনাক্স

 

চাকরি পাব কোথায়

 

লিংকডিন, ইনডিডসহ অন্যান্য চাকরির ওয়েবসাইটে  ইথিক্যাল হ্যাকারের জব পোস্ট হয়ে থাকে। বিভিন্ন আইটি সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোও আলাদাভাবে তাদের ওয়েবসাইটে জব পোস্ট করে

 

 

 

কোথায় শিখব


ইউডেমি, কোর্সেরাসহ অনলাইন প্লাটফর্মগুলোতে অনেক কোর্স আছে। ইউটিউবেও অনেকেই ইথিক্যাল হ্যাকিং শেখায়

 

ইথিক্যাল হ্যাকিং যেহেতু স্পেসেফিক কোন স্কিল না বরং অনেকগুরো স্কিলের সমষ্টি তাই এটা ধাপে ধাপে শিখতে হবে। তার জন্যে প্রয়োজন শেখার ও পরিশ্রমের মানসিকতা

 




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

গ্লোবাল এক্সিলেন্স অ্যান্ড মোবিলিটি স্কলারশিপ

5 Min read

Saturday, December 30th 2023

গ্লোবাল এক্সিলেন্স অ্যান্ড মোবিলিটি স্কলারশিপ