Home পরিচিতি

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ

5 Min read

Saturday, August 19th 2023




ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম ইউরোপিয়ান টপ কোয়ালিটি মাস্টার্স কোর্স গ্রহণে শিক্ষার্থীদের সহযোগিতা করে থাকে। এ প্রোগ্রামের আওতায় তৃতীয় বিশ্বের শিক্ষার্থীদের ইউরোপের উচ্চতর পড়াশোনায় আকৃষ্ট করে থাকে। এ স্কলারশিপে ইউরোপীয় ইউনিয়ন অর্থায়ন করে থাকে।

এ স্কলারশিপের আওতায় ইউরোপের তিন দেশের তিন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে হয়।


মাস্টার্সের সময়কাল

১ থেকে ২ বছর

 

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের সুবিধা


এ স্কলারশিপের আওতায় একজন শিক্ষার্থীকে বসবাসের জন্য মাসিক ভাতা, ভ্রমণ এবং ইনস্যুরেন্স খরচ বহন করা হয়ে থাকে। সাধারণত বসবাসের জন্য প্রতি মাসে ১০০০ ইউরো দিয়ে থাকে।


আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে কমপক্ষে একটি ব্যাচেলর অথবা সমমানের ডিগ্রি থাকতে হয়।

অথবা, ব্যাচেলর প্রোগ্রামের শেষ বর্ষের শিক্ষার্থী হতে হবে।

মানবাধিকার নিয়ে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা। এটি নিয়মিত চাকরি, ইন্টার্নশিপ অথবা স্বেচ্ছাসেবামূলক কাজ হতে পারে।

যারা ইতোপূর্বে একবার ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছিলেন, তারা দ্বিতীয়বার আবেদন করলে অযোগ্য বিবেচিত হবেন।


বাছাইয়ে বিবেচনাযোগ্য বিষয়

নিম্মোক্ত কাগজপত্র অনুসারে একজন শিক্ষার্থীকে বাছাই করা হবে

- ইংরেজিতে একাডেমিক ট্রান্সক্রিপ্ট

- কারিকুলাম ভাইটা

- ইংরেজিতে লেখা মোটিভেশনাল লেটার

- দুইটি রিকমেন্ডেশন লেটার


মার্কিংয়ের ক্ষেত্রে, একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য ৪০ পয়েন্ট, মোটিভেশনাল লেটারের জন্য ২০ পয়েন্ট, ওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং রিকমেন্ডেশন লেটারের জন্য ৪০ পয়েন্ট ধরা হয়। সবচেয়ে বেস্ট স্টুডেন্টদের শতভাগ স্কলারশিপ দেয়া হয়।


 



যে সব কোর্সে এ স্কলারশিপ দেয়া হয়, তার তালিকা এখান থেকে দেখতে পারেন।



আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

১. আবেদন গ্রহণ শুরু হবে: ১৬ অক্টোবর ২০২৩

২. আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর  ২০২৩

৩. সাপোর্টিং ডকুমেন্ট জমা দেয়ার শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৩

ফলাফল প্রকাশের তারিখ: ১৯ মার্চ ২০২৪


এ স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.emhrpp.com/how-to-apply 




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার