Home পরিচিতি

ওয়ার্ল্ড ফেলো প্রোগ্রাম

ওয়ার্ল্ড ফেলো প্রোগ্রাম

5 Min read

Saturday, October 21st 2023



২০২৪ সালের ইয়েলয়ার্ল্ড ফেলো প্রোগ্রামে আবেদন গ্রহণ শুরু হচ্ছে। ‘ওয়ার্ল্ড ফেলোস প্রোগ্রাম’-এ ভর্তির সুযোগ পেতে বেশ প্রতিযোগিতায় পড়তে হয়। কয়েকটি ফেলোশিপের জন্য বিশ্বের হাজারো আবেদন জমা পড়ে। প্রতিভা, অভিজ্ঞতা, সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যের মিশ্রণে প্রতিনিধিত্ব করার জন্য সারা বিশ্ব থেকে ফেলোদের নির্বাচন করা হয়। এ ফেলোশিপের কেতাবি নাম ‘মরিস আর গ্রিনবার্গ ওয়ার্ল্ড ফেলোস প্রোগ্রাম’।

এ ফেলোশিপ চালু হয়েছে ২০০২ সালে। ইতোমধ্যে বিশ্বের ৯৬ দেশের ৪ শতাধিক ব্যক্তি এ ফেলোশিপ জিতেছেন এবং ফেশোশিপ নেটওয়ার্কে যুক্ত হয়েছেন।

য়েল বিশ্ববিদ্যাল বৈচিত্র্য ও বৈষম্যহীনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি সক্রিভাবে যোগ্য ব্যক্তিদের ফেলোর জন্য সুযোগ দেয়। লিঙ্গ, জাতি, ধর্ম, বয়স, অক্ষমতা ভিত্তিতে বৈষম্য করে না ইয়েল।

 

 

কারা আবেদন করতে পারবেন

কারও পেশাগত কর্মজীবন ৫ থেকে ২৫ বছরের মধ্যে হলে তিনি আবেদনের যোগ্য হবেন। এ সময়ের মধ্য আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে থাকলে এ ফেলো প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সুযোগ পেতে পারেন আপনি;

 

য়ার্ল্ড ফেলোস প্রোগ্রাম’-এর অংশগ্রহণকারীদের গড় বস ৩৯ বছর। তবে এ ফেলোশিপে আবেদনের জন্য বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই;

 

আবেদনকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে;

 

 

 

কত দিনের ফেলোশিপ

ওয়ার্ল্ড ফেলো প্রোগ্রামে ইয়েল বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর আগস্টের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকতে হবে।

 

ফেলো নির্বাচনে অসাধারণ কৃতিত্ব, স্থানী, জাতী বা আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক প্রভাব তৈরির প্রতিশ্রুতি, সমালোচনামূলক, সৃজনশীল, উদ্যোক্তা, কৌশলগত চিন্তার অনন্য ক্ষমতা, য়েলে পূর্ণ সময়ের বাসস্থান এবং শিক্ষার্থীদের পরামর্শ দানের প্রতিশ্রুতিসহ নানা প্রক্রিয়া অনুসরণ করা হবে।

 

 

প্রয়োজনীয় নথি

আবেদনের জন্য একটি জীবনবৃত্তান্ত, একটি ব্যক্তিগত বিবৃতি, সুপারিশের তিনটি চিঠি এবং একটি ভিডিও বিবৃতি দিতে হবে। বিস্তারিত নির্দেশাবলি অনলাইন আবেদন পোর্টালে পাওয়া যাবে।

 

সুবিধাগুলো

 ফেলোরা পাবেন নিউ হ্যাভেনে জীবনযাত্রার ব্য কাভার করার জন্য একটি করযোগ্য বৃত্তি;

 

প্রোগ্রামের সময়ে একটি বসবাসের স্থান;

 

চিকিৎসা বিমা;

 

নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াতের টিকিট।

 

প্রোগ্রামের বিশদ বিবরণ

মরিস আর গ্রিনবার্গ ওয়ার্ল্ড ফেলোস প্রোগ্রাম চার মাসের। প্রোগ্রামে সাপ্তাহিক সেমিনার, বিশিষ্ট অতিথিদের সঙ্গে আলোচনা, প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত উন্নন এবং আলোচনা ও প্যানেলে অংশগ্রহণের সুযোগসহ বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে।

 

আবেদন শেষ কবে

আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর ২০২৩।

 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার