Home পরিচিতি

গ্রাফিক্স ডিজাইনার

গ্রাফিক্স ডিজাইনার

5 Min read

Saturday, November 4th 2023



গ্রাফিক্স ডিজাইন করে লাখ টাকা আয় এই ধরনের শিরোনামে বিভিন্ন পোস্ট ভাইরাল হতে দেখা যায় ফেসবুকে। ফলে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আমাদের সবারই কমবেশি ধারণা আছে। পুরো পৃথিবীই এখন ভিজুয়াল নির্ভর যেটা বিশ বছর আগে কল্পনাও করা যেত না। আজকের দিনের মত গ্রাফিক্স ডিজাইন এত গুরুত্বপূর্ণও ছিল না।

ওয়েবসাইট থেকে বিল বোর্ড, স্যোশাল মিডিয়ার কন্টেন্ট বা প্রোডাক্টের ডিজাইন সব কিছুতেই প্রয়োজন হয় একজন ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনারের। একজন গ্রাফিক্স ডিজাইনার ভিজুয়ার কন্টেন্টের মাধ্যমে কোম্পানিকে তুলে ধরেন। গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কে কাজ করতে পারে। গ্রাফিক্স ডিজাইনের ফিল্ডে কাজের ক্ষেত্র অনেক বড়। নির্দিষ্ট কোন ডিগ্রী বা কোর্স এখানে মুখ্য না। ব্যক্তির ক্রিয়েটিভিটি আর প্যাশন ছাড়া গ্রাফিক্স ডিজাইনে বেশিদূর এগোনো অসম্ভব। ফলে যাদের আগে থেকে আঁকাআঁকি ও ডিজাইনে আগ্রহ আছে তাদের জন্যে গ্রাফিক্স ডিজাইনে ভাল করা সহজ। এর সাথে যদি প্রযুক্তি জ্ঞান ও মার্কেট সম্পর্কে ধারণা যোগ হয় তাহলে দ্রুতেই এই ফিল্ডে উন্নতি করা সম্ভব

গ্রাফিক্স ডিজাইনেই ভবিষ্যৎ

গবেষণা বলছে, একজন মানুষ যখন কোন ওয়েবসাইটে যায় সে সবচেয়ে বেশি সময় ব্যয় করে সেই কোম্পানির লোগো দেখতে। আর প্রতি মিনিটে ১৭৫টির  বেশি ওয়েবসাইট তৈরি হচ্ছে। আর অন্য অনেক সময়ের চেয়ে এখন বেশি ভিজুয়ার কন্টেন্টের চাহিদা বাড়ছে। ফলে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা বেড়েই চলছে। বর্তমানে গ্লোবালি গ্রাফিক্স ডিজাইনের ভ্যালু ৪৫ বিলিয়ন ডলারের বেশি। আমেরিকাতে এক গ্রাফিক্স ডিজাইনার ঘন্টায় ২৮ ডলারের বেশি আয় করে থাকে। সামনের দুনিয়াতে গ্রাফিক্সের স্কিল সবারই প্রয়োজন হবে

আমেরিকায় একজন গ্রাফিক্স ডিজাইনারের বাৎসরিক আয় ৫৫ হাজার ডলারের বেশি। বাংলাদেশে সাধারণত ফিল্যান্স গ্রাফিক্স ডিজাইনাররা ঘন্টায় ৯-১৫ ডলারে কাজ করে থাকে। দেশের বাজারে গ্রাফিক্স ডিজাইনদের সাধারণত কোম্পানি ভেদে মাসে ২০ হাজার থেকে শুরু করে এক লাখের বেশিও বেতন দেওয়া হয়


যেসব স্কিল ও টুলের কাজ জানতে হবে

গ্রাফিক্স ডিজাইনাদের কাজ সহজ করার জন্যে বর্তমানে অনেক টুলই মার্কেটে আছে। যেমন এডোবি ক্রিয়েটিভ সুইট, ক্যানভা, স্ক্যাচ ইত্যাদি। কিন্তু টুলের কাজ শেখা আর গ্রাফিক্স ডিজাইন করা দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। নিজের ক্রিয়েটিভিটি থেকে কোম্পানির ধরন বুঝে মার্কেটে অন্য কোম্পানির ব্র্যান্ড ইমেজ রিসার্চ করে সে অনুযায়ী ভিজুয়াল কন্টেন্ট তৈরি করার কাজটি নিজেকেই করতে হবে



গ্রাফিক্স ডিজাইনারের কাজ কোথায় পাওয়া যাবে

বাংলাদেশে বড় ছোট সব প্রতিষ্ঠানেই গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা থাকে। বিডিজবসসহ অন্যান্য চাকরি পোর্টালেও ডিজিটাল মার্কেটিং ও ডিজাইন সেকশনে বিভিন্ন কোম্পানির জব সার্কুলার দেওয়া থাকবে। গ্লোবালি কাজ করতে চাইলে ফ্রিল্যান্ড মার্কেটপ্লেসগুলো ছাড়াও লিংকডিনে কাজ পাওয়া যেতে পারে


কিভাবে শিখবেন গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন শেখার ক্ষেত্রে নিজের প্যাশন আর ক্রিয়েটিভিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর কোর্সেরা, ইউডেমি থেকে কোর্স করে সেই স্কিল ঝালাই করে নেওয়া যেতে পারে। যে কোন ডিজাইন এপের কাজ শিখে অনেক বেশি চর্চা করে পার্সোনাল প্রজেক্ট করে পোর্টফোলিও তৈরি করার মাধ্যমে নিজেকে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তোলার কাজ শুরু করতে হবে



এক্ষেত্রে যার পোর্টফোলিও যত ভাল হবে তার কাজ পাওয়ার সম্ভবনা তত বেড়ে যাবে




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার