Home পরিচিতি

চ্যাটবট ডেভলাপার

চ্যাটবট ডেভলাপার

5 Min read

Friday, December 22nd 2023



মানুষের তথ্য খোঁজার কাজে সবচেয়ে বেশি ব্যবহার করে যে ওয়েবসাইটটি সেটি হলো গুগল। কিন্তু গুগলের সক্ষমতা নেই মানুষ যে তথ্য খুঁজছে সেটিই সামনে নিয়ে আসার।


ফলে দীর্ঘ সময় দিয়ে অনেক ওয়েবসাইট ঘেঁটে কাঙ্খিত তথ্যটি খুঁজে বের করতে হয়। কিন্তু এক্ষেত্রে চ্যাটজিপিটিকে কোন প্রমট দিলেই সে উত্তর হাজির করে দিচ্ছে। ব্লগ লিখে দিচ্ছে। চার্ট তৈরি করে দিচ্ছে। রীতিমত বন্ধুর মত কথা বলছে।


চ্যাটজিপিটির মত এরকম অসংখ্যা চ্যাটবট প্রযুক্তির  দুনিয়াকে বদলে দিয়েছে।


এই চ্যাটবট হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যেটি টেক্সট বা ভয়েস কমান্ডের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করতে পারে।


অনেক বড় লেখাকে মুহুর্তের মধ্যে সামারি করা কিংবা গণিতের বিভিন্ন জটিল সূত্র সবই সে সমাধান করে দেবে মুহুর্তের মধ্যেই।


এই চ্যাটবটগুলো তৈরি করে একজন চ্যাটবট ডেভলাপার।


১৯৬০ সালে এমআইটির এক প্রফেসার এলিজা নামে একটি চ্যাটবট তৈরি করে। এরপর চীন উইচ্যাট নামে একটি চ্যাটবট তৈরি করে। পরবর্তীতে চ্যাটবটকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সংযুক্ত করার পর চ্যাটবট প্রযুক্তি ভিন্নমাত্রা লাভ করেগ চ্যাটবটটি কাজ করবে সেটি ঠিক করে একজন চ্যাটবট ডেভলাপার।



চ্যাটবটের ইউজার ইন্টারফেস ও এক্সপেরিয়েন্স ডিজাইন করার জন্যে ইএক্স/ইউআই ডিজাইনার কাজ করে থাকে।


চ্যাটবট মানুষের সাথে কথা বলার উপযোগী করার জন্যে প্রয়োজন হয় লিংগুয়িস্টের। চ্যাটবটকে মানুষের সাথে কথা বলার উপযোগী করার জন্যে ভাষার প্যাটার্ন, সাউন্ড নিয়ে কাজ করতে হয় তাদের।



চ্যাটবট ডেভলাপমেন্টের ভবিষ্যৎ


২০২২ সালে গ্লোবাল চ্যাটবট মার্কেটের ভ্যালু ছিল ৪.৬ বিলিয়ন ডলার। বর্তমানে মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রযুক্তির কারণে আরো বেশি পার্সোনালাইজড রিকমেন্ডশন দিতে পারছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।


২০৩২ সালে এই মার্কেট ভ্যালু দাড়াবে ৩২ বিলিয়ন ডলার।


বর্তমানে চ্যাটবটগুলো বিভিন্ন ভাষায় সেবা দিচ্ছে। ফলে ক্রস কালচারাল কমিউনিকেশনে কোন বাঁধা থাকছে না।


ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং প্রযুক্তির কারণে চ্যাটবটের ভাষা আগের চেয়ে বেশি ন্যাচারাল ও কনটেক্সট বেজড হয়ে উঠেছে। ফলে মেশিন ও মানুষের মধ্যকার যোগাযোগের দূরত্বও কমে এসছে।


প্রত্যেকটি প্রযুক্তি প্রতিষ্ঠানই ভার্চুয়াল এসিট্যান্ট তৈরির দিকে ঝুঁকছে।



চ্যাটবট ডেভলাপমেন্ট শিখতে হলে


যাদের ইনফরমেশন সিস্টেম, পরিসংখ্যান ও কম্পিউটার সাইন্সে ডিগ্রী আছে তারা চ্যাটবট ডেভলাপার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।


চ্যাটবট ডেভলাপমেন্ট শেখার জন্যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজে দক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পাইথন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে।


পাইথনের TensorFlow ফ্রেমওয়ার্কটিও ডেভলাপাদের পছন্দের তালিকায় শীর্ষে।


এছাড়াও চ্যাটবট তৈরিতে ডেভলাপাররা জাভা ও জাভাস্ক্রিপ্টও ব্যবহার করে থাকে।


চ্যাটবটের ভাষাকে মানুষের উপযোগী করে তোলার জন্যে দরকার হয় এনএলপি ও মেশিন লার্নিং প্রযুক্তির।


এছাড়া ডায়ালগফ্লো, মাইক্রোসফট বট ফ্রেমওয়ার্ক, রাসা, আইবিএম ওয়াটসনসহ অনেক টুলের কাজ জানতে হয়।


চ্যাটবট ডেভলাপারের বেতন


ইউএসএতে একজন চ্যাটবট ডেভলাপার বছরে ৯৩ হাজার ডলার বেতন পেয়ে থাকে। শুরুতে একজন ডেভলাপারের বেতন থাকে ৪৮ হাজার ডলারে বেশি।


চাকরি পাব কোথায়


ইনডিড, লিংকডিনসহ অনান্যা সাধারণ চাকরির ওয়েবসাইটে জব পোস্ট থাকে।


সাধারণড ইকমার্স, হেলথকেয়ার, বিজনেস সেক্টরে চ্যাটবট প্রযুক্তির প্রয়োজন হয়। এ ধরনের ওয়েবসাইটগুলোও চ্যাটবর ডেভলাপার নিয়োগের বিজ্ঞাপন দিয়ে থাকে।



কোথায় শিখব


ইউডেমি, কোর্সেরা, ইডেক্সসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে প্রোগ্রামিংয়ের কোর্স পাওয়া যায়। এছাড়াও ইউটিউবেও অনেক ফ্রি রিসোর্সের মাধ্যমেও শেখা যাবে।




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার