টেন মিনিট স্কুল: অনলাইন এডুকেশনের দেশীয় প্ল্যাটফর্ম
অনলাইন এডুকেশনের বাংলাদেশি প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল।
বাংলা ভাষায় অনলাইনে শিক্ষা প্রদানের এই উদ্যোগটির নেপথ্যে রয়েছেন আয়মান সাদিক। ইতিমধ্যেই
যিনি শিক্ষা উদ্যোক্তা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন। জায়গা পেয়েছেন
ফোর্বসের থার্টি আন্ডার থার্টি তালিকায়। জিতেছেন ব্রিটেনের কুইন্স ইয়াং লিডার
সম্মাননা।
টেন মিনিট স্কুলের জন্ম ২০১৫ সালে। এরপর প্রতিষ্ঠানটি
অগ্রসর হয়েছে দ্রুতগতিতে। শিক্ষার নানা সেক্টরে নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে।
ঘরে বসে শিক্ষার মূলমন্ত্র নিয়ে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব
ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে ভিডিও টিউটোরিয়াল দিয়ে যাচ্ছে।
শুরুতে তরুণদের জন্য ভিডিও নির্মাণ করা হলেও ক্রমেই বেড়েছে
পরিধি। এখন শিশু থেকে বয়স্ক-সবার জন্যই ভিডিও বানায় টেন মিনিট স্কুল। আবার তাদের
ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক কোর্স। এগুলো উন্নত বিশ্বের অনলাইন
প্ল্যাটফর্মগুলোর মতোই ঘরে বসে মোবাইল কিংবা পিসিতে করা যায়। কোর্স শেষে পাওয়া যায়
সার্টিফিকেট।
বিভিন্ন শ্রেণির একাডেমিক কোর্স যেমন আছে, তেমনি আছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স। এর বাইরে ভর্তি কোচিং কোর্স, বিসিএস ব্যাংক জবসহ বিভিন্ন চাকরির প্রস্তুতিমূলক কোর্সও
রয়েছে। মূলত স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো দিয়েই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি সুনাম
কুরিয়েছে। এর মধ্যে রয়েছে আইইএলটিএস-সহ ইংরেজি ভাষাবিষয়ক বেশ কিছু কোর্স, তথ্যপ্রযুক্তিবিষয়ক কোর্স, যেমন ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, অ্যাডভান্সড মাইক্রোসফট অফিস, ভিডিও এডিটিং ও গ্রাফিক
ডিজাইনিং ইত্যাদি কোর্স।
আবার চাকরির ইন্টারভিউ কিংবা করপোরেট লাইফবিষয়ক কোর্সও
রয়েছে। স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে শিশুদের জন্য রয়েছে স্পোকেন ইংলিশ ফর কিডস, সুন্দর হাতের লেখা, প্রোগ্রামিং ফর কিডস
প্রভৃতি কোর্স; যেগুলো শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে। কোরআন শিক্ষা কিংবা
আরবি স্পোকেন কোর্স নিয়েও হাজির হয়েছে টেন মিনিট স্কুল।
মোটকথা, অনলাইন এডুকেশনের জগতে প্রতিষ্ঠানটি সব বয়স ও সব
শ্রেণির মানুষের জন্যই বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি রেখেছে। উন্নত বিশ্বের নামীদামি
প্ল্যাটফর্মগুলোর দেশীয় বিকল্প হিসেবে অনেকটাই সফল প্রতিষ্ঠানটি, বিশেষ করে
মাতৃভাষায় শেখার জন্য। প্রতিষ্ঠানটির শিক্ষক তালিকাও বেশ সমৃদ্ধ। প্রতিষ্ঠাতা ও
প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক নিজেই একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন
করেন। এর পাশাপাশি আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ শিক্ষক। প্রতিষ্ঠানটির চিফ ইনস্ট্রাক্টর
হিসেবে আছেন ইংরেজি শিক্ষায় আলোচিত নাম মুনজেরিন শহীদ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া মুনজেরিনের ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’ কোর্সটিতে
শিক্ষার্থী আছেন দেড় লাখের বেশি।
এ ছাড়া অভিনেতা তাহসান,
মোটিভেশনাল স্পিকার
সোলায়মান সুখনের মতো কিছু পরিচিত মুখ আছেন শিক্ষকের তালিকায়।
ওয়েবসাইটের পেইড কোর্সগুলোর বাইরে প্রতিষ্ঠানটি ফেসবুক ও
ইউটিউবে বিভিন্ন বিষয়ে শিক্ষামূলক ভিডিও আপলোড করে। 10 Minute School Skills
ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারসংখ্যা ২৬ লাখের বেশি। এই চ্যানেলে প্রতিটি বিষয়ের
আলাদা প্লে লিস্ট রয়েছে। যেখানে পাওয়া যাবে বিষয়ভিত্তিক ভিডিও। ৫ হাজারের বেশি
ভিডিও রয়েছে চ্যানেলটিতে। 10 Minute School Class 1- 12 নামের
চ্যানেলটিতেও সাবস্ক্রাইবারসংখ্যা ছাড়িয়ে গেছে ১৩ লাখ। এই চ্যানেলে রয়েছে বিভিন্ন
শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথক প্লে লিস্ট।
টেন মিনিট স্কুলের ফেসবুক পেজেও ফলোয়ারসংখ্যা চার মিলিয়নের
কাছাকাছি। ফেসবুক পেজে বিভিন্ন বিষয়ে লাইভ ক্লাসের পাশাপাশি ভিডিও কনটেন্ট শেয়ার
করা হয়। দেওয়া হয় ব্যবহারিক জীবনের বিভিন্ন বিষয়ে পরামর্শমূলক ভিডিও।
ছাত্রজীবনেই টেন মিনিট স্কুল গড়ে তোলেন আয়মান সাদিক। তিনি
তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ছাত্র। পাশাপাশি
একটি কোচিংয়ে ক্লাস নিতেন। সেখানে দূরের শিক্ষার্থীদের কষ্ট দেখে তাঁর মাথায় এমন
চিন্তা আসে। কীভাবে ঢাকার বাইরের কিংবা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীর কাছে পৌঁছানো
যায়, সেটাই ছিল তাঁর স্বপ্ন। এই স্বপ্ন পূরণেই প্রতিষ্ঠা করেন টেন মিনিট স্কুল।
এ প্রসঙ্গে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আয়মান বলেছেন, আমি এমন শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে সবাই বুঝে বুঝে পড়বে। পড়াশোনাটা কোনো ভীতি নয়, আনন্দের সঙ্গে হবে। যেখানে সবাই সিলেবাসের বাইরেও নতুন কিছু শিখতে আগ্রহী হবে। একজন ছাত্রকে সিজিপিএ নয়; বরং মেধা দিয়ে মূল্যায়ন করা হবে।
তাঁর সেই স্বপ্ন পূরণে প্রতিদিন কাজ করে যাচ্ছে টেন মিনিট স্কুল। হাজারো শিক্ষার্থীকে দিচ্ছে অনলাইন এডুকেশনের সুযোগ।
POST A COMMENT
OTHER POSTS OF পরিচিতি CATEGORY
Copyright © 2023
By Bangla Puzzle Limited
To comment in this Blog, SignIn with Google