Home পরিচিতি

নতুন পেশা: প্রম্প্ট ইঞ্জিনিয়ার

নতুন পেশা: প্রম্প্ট ইঞ্জিনিয়ার

5 Min read

Thursday, August 10th 2023



এখন যেমন আমরা ফেসবুক ব্যবহারে অভ্যস্ত, আজ থেকে কয়েক বছরের মধ্যে এমন একটা সময় আসবে, তখন মানুষ পড়ালেখা বা গবেষণা কিংবা সামান্য কোন তথ্য খুঁজে বের করতে চ্যাটজিপিটি ব্যবহার করেননি এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে।

ইতোমধ্যে ব্যবহার না করলেও আপনি নিশ্চয়ই চ্যাটজিপিটির নাম শুনেছেন। কথোপকথনের মাধ্যমে দ্রুত তথ্য দেওয়ার কারণে চ্যাটজিপিটির ব্যবহারকারী দিনদিন বেড়েই চলছেএকই সাথে তৈরি হচ্ছে এআই ভিত্তিক নানা রকম পেশা।

 

চ্যাটজিপিটিকে আমরা যদি একটি বাক্য বলি ‘I want to learn French’, সে আমাদের ফ্রেঞ্চ ভাষা শেখার বিষয়ে কিছু তথ্য জানাবে। এখানে এই বাক্যটাকে বলা হচ্ছে প্রম্প্ট। কনটেক্সট অনুসারে ল্যাংগুয়েজ মডেলগুলো প্রশ্নের ধরন বুঝতে পারে। যদি তাকে লেখা ছোট করতে বলা হয় সেটিও করতে পারে। লেখায় ফর্মাল টোন বা প্রফেশনাল সবই কমান্ড অনুসারে দিচ্ছে। মেশিনকে ভাষাগুলো মানুষের মত করে বোঝানোর যে কাজ একেই বলা হয় প্রম্প্ট ইঞ্জিনিয়ারিং

 

এর আগে আমরা তথ্য খোঁজার জন্যে গুগল ব্যবহার করতাম। গুগলে কনভার্সেশনের মাধ্যমে কাঙ্খিত উত্তর পাওয়ার সুযোগ ছিল না। ঠিক এই জায়গাতেই এআইভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি তাক লাগাচ্ছে। তৈরি হচ্ছে নানা রকম এইআই ভিত্তিক ভার্চুয়াল চ্যাটবট, ভার্চুয়াল এসিট্যান্ট। যেগুলো মানুষকে রিপ্লেস করে ঠিক মানুষের মতই ঘণ্টার পর ঘন্টা কাস্টমারদের নানা রকম প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে

 

প্রম্প্ট ইঞ্জিনিয়াররা কি কি করে

 

প্রম্প্ট ইঞ্জিনিয়ারদের কাজ মূলত ভাষা নিয়ে। বন্ধুর সাথে কথা বলার যে টোন আর আর শিক্ষকের সাথে কথা বলার যে টোন দুটোই আলাদা। মেশিনকে এই টোন শেখানোয় বড় ভূমিকা পালন করে প্রম্প্ট ইঞ্জিনিয়াররা। এছাড়াও কোন প্রশ্নের জন্যে কত দৈর্ঘ্যের উত্তর দেবে আর কতটুকু আক্ষরিক অনুবাদ করবে আর কতটুকু ভাবানুবাদ করবে এই বিষয়গুলোতে প্রম্প্ট ইঞ্জিনিয়ারদের কাজ করতে হয়

 

এছাড়াও ভাষার মধ্যে থাকা নানা রকম বায়াসনেস, বিতর্কিত ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করার জন্যেও একজন প্রম্প্ট ইঞ্জিনিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

 

আমরা দুটো উদাহরণ দিয়ে এই প্রম্প্ট ইঞ্জিনিয়ারিং বুঝতে পারি

 

১। Write a paragraph about Water Pollution

 

২। "Discover the world of water pollution: learn its causes, harms, and fixes. Explore how human actions affect water bodies, from factories to farms. Understand the impact on nature and health. Find out about new tech and actions to stop pollution. Join the fight for clean water! - For Class 10 Students."

 

প্রথম কমান্ডের পর ল্যাংগুয়েজ মডেল খুবই গড়পরতা উত্তর দেবে। কিন্তু পরের উদাহরণের ক্ষেত্রে উত্তর হবে আরো স্পেসেফিক। এখানে দুটো বাক্যকেই আমরা প্রম্প্ট বলতে পারি। প্রম্প্ট ইঞ্জিনিয়াররা ল্যাংগুয়েজের মডেলকে ট্রেইনিংয়ের মাধ্যমে এই উত্তরগুলোকে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলেন। এটা আমরা সহজে বুঝতে পারি বাংলা ভাষায় চ্যাটজিপিটিকে প্রশ্ন করার পর। বাংলা ভাষা নিয়ে খুব বেশি কাজ না হওয়ার কারণে এআই এখনো বাংলা ভাষায় ঠিকঠাক উত্তর দিতে পারছে না

 

আবার, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির উপর চ্যাটজিপিটিতে বেশি কনটেন্ট না থাকলেও সে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর চ্যাটজিপিটিকে শিখিয়ে থাকে প্রম্প্ট ইঞ্জিনিয়ার। বর্তমানে টেক্সটভিত্তিক তথ্যের জন্য চ্যাটজিপিটি বহুল প্রচলিত হলেও ভবিষ্যতে অন্যান্য বিষয় যেমন ভিডিও, এনিমেশন, মুভিসহ অন্যান্য মাধ্যমেও আরো অনেক প্লাটফর্ম তৈরি হবে। সে সব প্লাটফর্মকেও প্রশিক্ষণ দেয়ার জন্য প্রম্প্ট ইঞ্জিনিয়ারগণ কাজ করবে।



কারা প্রম্প্ট ইঞ্জিনিয়ার হতে পারবে

 

ডাটা সাইন্টিস্ট যারা মূলত ডাটা এনালাইসিস করে, ল্যাংগুয়েজ মডেল ট্রেইনিংয়ে এক্সপার্ট তাদের জন্যে প্রম্প্ট ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হয়েছে।  এছাড়াও ভাষাবিজ্ঞানী ও লেখকেরা তাদের ভাষাগত দক্ষতা প্রয়োগের মাধ্যমে এইআই মডেলগুলোকে আরো উন্নত করতে সহযোগিতা করতে পারে

 

এআই মডেল ও ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং সম্পর্কে ভাল ধারণা ও ভাষার উপর দক্ষতা থাকলেই যে কোন ফিল্ড থেকেই প্রম্প্ট ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়া যাবে। 

 

প্রম্প্ট ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ

 

চ্যাটজিপিটিসহ আরো অনেক এআই টুল তৈরি করছে প্রযুক্তি কোম্পানিগুলো। এরপর বিভিন্ন ফিল্ডের স্পেসেফিক ল্যাংগুয়েজ মডেল নিয়ে কাজ হবে। যেমন হতে পারে ডাক্তার ও পেশেন্টের মধ্যে কথাবার্তার একটি কর্পাস(বিগ ল্যাংগুয়েজ ডাটা) যেটি পরবর্তীতে মানুষকে চিকিৎসায় সহযোগিতা করবে। এভাবে আইন থেকে শুরু করে আবহওয়া অর্থাৎ যেখানেই বিগ ডাটা থাকবে সেখানেই প্রম্প্ট ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ তৈরি হবে

 

সামনের দিনগুলোতে অর্থনীতি ও স্বাস্থ্যখাতে প্রম্প্ট ইঞ্জিনিয়ারিং আরো বেশি পরিবর্তন নিয়ে আসবে। যার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবন হবে আরো বেশি সহজ। বিভিন্ন ফিল্ডে এর প্রয়োগের মাধ্যমে মানুষ কম সময়ে আরো বেশি কাজ করার সুযোগ পাবে

 

এছাড়াও বর্তমানে শুধু ইংরেজী ভাষাতেই সবচেয়ে বেশি কাজ হচ্ছে। প্রত্যেকটা দেশেই তাদের নিজস্ব ভাষায় এআইগুলোকে সহজলভ্য করার জন্যে বিনিয়োগ করবে

 


কোথায় শিখবেন প্রম্প্ট ইঞ্জিনিয়ারিং

 

প্রম্প্ট ইঞ্জিনিয়ারিং শেখার জন্যে কোর্সেরা, ইউডেমি, লিংকডিনেসহ অনেক প্লাটফর্মেই  কোর্স আছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে কম্পিউটিউশনাল লিংগুয়িস্টিকসসহ এআই রিলেটেড মাস্টার্স বা পিএইচডি করার মাধ্যমেও প্রম্প্ট ইঞ্জিনিয়ারিং শেখার সুযোগ আছে। 

 




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার