Home পরিচিতি

নেদারল্যান্ডের ওকেপি স্কলারশিপ

নেদারল্যান্ডের ওকেপি স্কলারশিপ

5 Min read

Saturday, July 29th 2023



নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ওরেঞ্জ নলেজ প্রোগ্রামের (ওকেপি) আওতায় বাংলাদেশসহ কয়েকটি দেশের শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে।
তারা দুই ধরনের বৃত্তি দিয়ে থাকে।
১. শর্ট কোর্স ( এটির দুইটি রাউন্ড হয়। প্রথম রাউন্ডের সময়কাল ২ সপ্তাহ থেকে ১২ মাস, এবং দ্বিতীয় রাউন্ডের সময়কাল ২ সপ্তাহ থেকে ৭ মাস হয়ে থাকে। )

২. মাস্টার্স প্রোগ্রাম ( ১২ থেযেক ২৪ মাসের হয়ে থাকে)

এ প্রোগ্রামের থিম হল

sexual and reproductive health and rights
security and rule of law
food and nutrition security
water management

এ থিম নিয়ে পূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়। কিন্তু অন্য ক্ষেত্রের ব্যক্তিরাও আবেদন করতে পারবে।

যোগ্যতা
- মোটিভেটেড
- ওকেপিভূক্ত দেশে জন্মগ্রহণকারী এবং কর্মরত হতে হবে
-ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে
- থিমের উপর কাজ করলে অগ্রাধিকার থাকবে
- পড়াশোনা করে দেশে এসে নিজের সংগঠনে অবশ্যই সে জ্ঞান শেয়ার করতে হবে

অনেক সময় দেশ অনুসারে প্রায়োরিটি এরিয়া ভিন্ন হতে পারে। তাই, আবেদনের পূর্বে দেখে নিতে হবে।
বাংলাদেশের জন্য প্রায়োরিটি এরিয়া হল
- Integrated Food and
Nutrition Security
(including water and
climate change)
- Integrated water
resources management
- Delta management
- Maritime development
including port
development
- SRHR

নিয়োগদাতার স্টেটমেন্ট
বৃত্তি প্রদানকারী দেশ নিশ্চিত হতে চায়, আবেদনকারী যেন কোর্স শেষে করে দেশে ফিরে এসে নিজের প্রতিষ্ঠানে নলেজ শেয়ার করে। তাই, নিয়োগদাতার স্টেটমেন্ট জমা দিতে হবে।



সরকারের স্টেটমেন্ট
আবেদনকারী সরকারি চাকরিজীবি হলে সরকারের সাক্ষর যুক্ত স্টেটমেন্ট জমা দিতে হবে।

আবেদনপ্রক্রিয়া
আবেদনকারীকে প্রথমেই একটি কোর্স নির্বাচন করতে হবে। এরপর যে বিশ্ববিদ্যালয় পছন্দের কোর্স বা বিষয়টি অফার করেছে, সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন চলছে। আবেদন শেষ হবে আগামী ৫ সেপ্টেম্বর।

বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://www.studyinnl.org/finances/orange-knowledge-programme#about-this-scholarship




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার