Home পরিচিতি

সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড

সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড

5 Min read

Saturday, August 26th 2023



১৯৬৫ সালে স্বাধীনতা অর্জন করে সিঙ্গাপুর। সে সময়ের আর্থ-সামাজিক অবস্থা আমাদের সমমানের হলেও গত কয়েক দশক ধরে তারা বেশ উন্নতি করছে। তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আন্তর্জাতিক মানের পড়াশোনা। তাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের একটি। 

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গেটওয়ে হিসেবে কাজ করা দেশ সিঙ্গাপুর। দেশটি উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্কলারশিপ দেয় সিঙ্গাপুর সরকার। এসব স্কলারশিপের একটি   ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’। যা সিঙ্গা অ্যাওয়ার্ড নামে পরিচিত।  এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের বিনা মূল্যে পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ আছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের  আওতায় পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর। পিএইচডি এরিয়া হল  Biomedical Sciences, Computing and Information Sciences, Engineering and Technology, and Physical Sciences.


নির্বাচিত শিক্ষার্থীরা নিম্মোক্ত প্রতিষ্ঠানের যে কোনো একটির জন্য বিবেচিত হবেন: 


Agency for Science, Technology & Research (A*STAR), the Nanyang Technological University (NTU), the National University of Singapore (NUS), the Singapore University of Technology and Design (SUTD) and the Singapore Management University (SMU



এ স্কলারশিপের সুযোগ-সুবিধাগুলো—

* শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।

* প্রতি মাসে ২ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশি টাকায় ১ লাখ ৭৭ হাজার ২৯৫ টাকা।

* আবাসন ভাতা হিসাবে এককালীন ১ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার ৫০০ টাকা) প্রদান করবে।

* বিমানে আসা-যাওয়ার টিকিট পাবেন শিক্ষার্থীরা। এ জন্য ১ হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার ৮৮২ টাকা।

*মেডিকেল ইনস্যুরেন্সসহ অন্যান্য সুবিধাও মিলবে এই বৃত্তিতে।





আবেদনের যোগ্যতাগুলো—    

* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

* স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

*আইএলটিএস/টোয়েফেল/স্যাট ১ ও ২-এর ফলের সনদ (যদি থাকে) ভর্তির সময়ে বিশ্ববিদ্যালয়গুলো চাইতে পারে।

* রেফারেন্স লেটার দুটি।


আবেদনের শেষ কবে

চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।


আবেদনের প্রক্রিয়া

অনলাইন করতে হবে অনলাইনে। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার