Home পরিচিতি

স্কলারশিপ পরিচিতি: ডাড (DAAD) স্কলারশিপ

স্কলারশিপ পরিচিতি: ডাড (DAAD) স্কলারশিপ

5 Min read

Friday, May 19th 2023



ইউরোপের দেশ জার্মানি। শিক্ষা, তথ্যপ্রযুক্তি, অর্থনীতিসহ প্রতি ক্ষেত্রেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর চালিকা শক্তি হিসেবে কাজ করছে এ দেশ। জার্মানির শিক্ষাব্যবস্থা অত্যাধুনিক ও যুগোপযোগী। এ দেশে রয়েছে বিশ্বের অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয়। জার্মানির বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ২০ লাখের মধ্যে ১২ শতাংশের বেশি বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকেন। বাংলাদেশসহ বহির্বিশ্বের প্রায় সব দেশ থেকেই ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে প্রতিবছর জার্মানি আসেন। এর মূল কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য রয়েছে বিভিন্ন নামকরা স্কলারশিপ। যার মধ্যে অন্যতম হচ্ছে ডাড(DAAD) স্কলারশিপ। জার্মানিতে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে বড় স্কলারশিপ হলো এটি। চলুন জেনে নেওয়া যাক ডাড (DAAD)স্কলারশিপ-সম্পর্কিত নানা ধরনের তথ্য:

 

German Academic Exchange Service অথবা ডাড (DAAD) তাদের কার্যক্রম শুরু করে ১৯২৫ সালে। এই স্কলারশিপ প্রতিবছর প্রায় ১,৫০,০০০ ছাত্রছাত্রীকে অর্থায়ন করে থাকে। যাঁরা স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তাঁদের জন্য ডাড (DAAD) স্কলারশিপটি একটি দারুণ সুযোগ। ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ২,২১০টি প্রোগ্রাম চালু রয়েছে।


যাঁরা আবেদন করতে পারবেন:

বিশ্বের অন্যতম প্রেস্টিজিয়াস স্কলারশিপ ডাড (DAAD) স্কলারশিপের জন্য সাধারণত মাস্টার্স, পিএইচডি, পোস্টডক্টরাল ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন।

 

সুযোগ-সুবিধা:

জার্মানিতে অন্যান্য স্কলারশিপের তুলনায় ডাডের (DAAD) সুযোগ-সুবিধা অনেক বেশি। এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকে-

 

• প্রতি সেমিস্টারে স্টাডি ও রিসার্চ অ্যালাউন্স হিসেবে ২৩০ ইউরো  

• মাসিক ভাতা (পিএইচডি=১২০০ ইউরো, মাস্টার্স=৮৬১ ইউরো)

• বিমানভাড়া।

• স্বাস্থ্যবিমা।

• বাড়িভাড়া ও পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা।

 

আবেদনের যোগ্যতা:

ডাড (DAAD) স্কলারশিপের জন্য যেসব যোগ্যতা থাকতে হবে, তা নিচে দেওয়া হলো:

 

• ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

• কাজের অভিজ্ঞতা থাকতে হবে ২ বছরের।

• আইইএলটিএস (IELTS) স্কোর ৬.৫ থাকা লাগবে। তবে বেশ কিছু প্রোগ্রামে আবেদন করতে Medium Instruction English থাকলেই চলবে। তাই অবশ্যই আবেদনের সময় জেনে নিতে হবে আসলে আপনার কী কী লাগছে।

• স্টাডি গ্যাপ ৬ বছরের কম থাকতে হবে।

• প্রার্থীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে।

 

 

ডাড(DAAD) স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র:

এ স্কলারশিপের জন্য নিম্নোক্ত নথিপত্রের প্রয়োজন হবে-

• Online আবেদন ফরম।

• পাসপোর্ট।

• এনআইডি (NID)।

• Euro Pas Formatted CV ।

• সব একাডেমিক সার্টিফিকেট।

• সব একাডেমিক মার্কশিট।

• মোটিভেশন লেটার (SOP) সাইন ও সিলসহ রিকমেন্ডেশন লেটার (২টি)।

• আইইএলটিএস (IELTS)।

• কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট।

• অফার লেটার (যদি থাকে)।

 

আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা:

আপনাকে প্রথমে ডাড (DAAD) স্কালারশিপের আওতাভুক্ত কোর্স থেকে কোর্স নির্বাচন করে আপনার পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাছাই করে আবেদন করতে হবে। আপনি সর্বোচ্চ তিনটি কোর্সে আবেদন করার সুযোগ পাবেন। এরপর বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের নির্বাচন করবে এবং আপনি যদি নির্বাচিত হন, তাহলে তারাই আপনাকে ডাড (DAAD)  স্কলারশিপে আবেদন করতে বলবে। এরপর আপনাকে এই  লিংকের মাধ্যমে (https://www.mydaad.de/en/) আবেদন সম্পূর্ণ করতে হবে। ডাড (DAAD) স্কলারশিপের বিভিন্ন ফিল্ডের বিভিন্ন সাবজেক্টের আবেদনের সময়সীমা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আপনাকে ডাডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত সব তথ্য জেনে আবেদন করতে হবে।

ডাডের অফিশিয়াল ওয়েবসাইটঃ- https://www.daad.de/en/ 




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার