Home পরিচিতি

স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভ

স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভ

স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভ read

Saturday, August 26th 2023



কে ভেবেছিল বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্যে তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই এক সময় মানুষের জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাড়াবে! ব্যবসা থেকে শুরু করে রাজনীতিসহ জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই বিকল্প মিডিয়াকে অস্বীকার করার সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আপনার কোম্পানির উপস্থিতি নেই মানেই আপনি পিছিয়ে আছেন। 


আর এখানেই আসে স্যোশাল মিডিয়া এক্সকিউটিভের কাজ। যার কাজ হচ্ছে প্রতিষ্ঠানগুলোর জন্যে আকর্ষণীয় পোস্ট তৈরি করা। নানা রকম ক্যাম্পেইনের মাধ্যমে ভাইরাল করার মাধ্যমে কোম্পানিকে গ্রোথ এনে দেওয়া। প্রত্যেক বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেক সেলিব্রেটির ফেসবুক পেজের আড়ালে কাজ করছে এক বা একাধিক সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ।


স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভের কাজ কি


একজন স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার জন্যে কাজ করছে। সেটা হতে পারে এসইও করার মাধ্যমে গুগলে কোম্পানির ওয়েবসাইটে সামনের সারিতে এনে। কিংবা শর্ট ফর্মের কন্টেন্ট তৈরি করে ভাইরাল করার মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে কোম্পানির ব্র্যান্ড পৌঁছে দিয়ে।


অনেক কোম্পানি থাকে যারা বিশেষ দিবস উপলক্ষ্যে বিশেষ বিশেষ ক্যাম্পেইন রান করে টার্গেট কাস্টমারদের উদ্দেশ্য করে। যেমন ভালবাসা দিবসে তরুণ তরুণীদের টার্গেট করে অনেক কোম্পানিই নানা রকম পরিকল্পনা করে থাকে। এগুলো পরিকল্পনা থেকে শুরু করে মনিটর করা ও কোম্পানির লাভ ক্ষতির ডিজিটাল হিসেব নির্ণয় করে থাকে স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভরা। 


সাধারণত কোম্পানির ধরনভেদে স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভের কাজ বিভিন্ন রকম হতে পারে। কোম্পানির স্ট্রাটেজি তৈরি হতে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ম্যানেজম্যান্ট করা, কন্টেন্ট তৈরি করা, অডিয়েন্সদের সাথে ইন্টারকেট করা, ক্যাম্পেইনের ডাটা এনলাইসিস করার কাজ করতে হয়।



স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভ হওয়ার যোগ্যতা



স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভ হওয়ার জন্যে বিশেষ কোন ডিগ্রীর প্রয়োজন নেই। প্রত্যেক সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইড ক্যাম্পেইন সম্পর্কে ধারণা থাকলে নতুন যে কোন কোম্পানিতে স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে ইন্টার্ন করতে করতে কাজ শেখা যায়। যাদের মার্কেটিং, কমিউনিকেশন ও পাবলিক রিলেশনে দক্ষতা আছে তাদের জন্যে এই জায়গায় কাজ করার সুযোগ আছে। 



স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভ হবেন কিভাবে



স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভ হওয়ার জন্যে স্পেসেফিক কোন স্কিল নেই। তাই এখানে শেখার প্রতি আগ্রহ না থাকলে বেশিদূর এগোনো যাবে না। প্রতিদিনই প্রত্যেক সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম পরিবর্তন আসছে। নানা রকম টুল আসছে। এগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। 


এজন্যে বড় বড় মার্কেটারদের ব্লগ পড়া যেতে পারে। তাদের টুইটারে, লিংকডিনে ফলো করে সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নেওয়া যেতে পপারে।


আর কোর্সের মাধ্যমে শিখতে চাইলে ইউডেমি, কোর্সেরাসহ দেশেও অনেক প্লাটফর্মে কোর্স অফার করে থাকে।



ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, পেইড এড ক্যাম্পেইনের স্কিলগুলোসহ আরো বেসিক স্কিল যেমন এক্সেল, গুগল শিট, ব্যাসক্যাম্প সম্পর্কে ধারণা থাকলে যে কোন প্রতিষ্ঠানে ফ্রিতেই কাজ করতে করতে এই স্কিল গ্রো করা যাবে। এজন্যে দরকার লং টাইম লার্নিং মেন্টালিটি।


কিভাবে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভের চাকরি পাবেন



যদি আপনি কাজ শেখার পর বসে থাকেন সেক্ষেত্রে ফাইভার, আপওয়ার্কসহ অন্যান্য মার্কেটপ্লেসে প্রথম কাজ পেতে অসুবিধা হতে পারে। তাই শেখার পাশাপাশি কোথাও কাজ করে চেষ্টা করতে হবে নিজের একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার। সেখানে লেখা থাকবে আপনি আগে কোন কোন কোম্পানিকে তাদের বিজনেসে কিভাবে হেল্প করেছেন। কাজের কিছু স্ক্রিনশট থাকবে।  এটা থাকলে সুবিধা হবে যখন আপনি বিদেশী কোন ক্লায়েন্টের সাথে কাজ করবেন তারা আপনার কাজ সম্পর্কে ধারণা পাবে।


এছাড়াও লিংকডিনে বিভিন্ন কোম্পানিকে ফলো করতে পারেন। ছোট ছোট কোম্পানিগুলোর লিংস্ট করে তাদের নক করতে পারেন। আপনি তাদের নানা রকম সার্ভিস দিতে পারেন জানিয়ে মেসেজ করে সুযোগ চাইতে পারেন। এছাড়াও বাংলাদেশে বিডিজবসহ অন্যান্য জব পোর্টালে বিভিন্ন কোম্পানি স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভের জন্যে চাকরির বিজ্ঞাপন প্রচার করে থাকে।


স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে স্যালারি


বিদেশে স্যোশাল মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে বছরে ৪০ থেকে ৫০ হাজাল ডলার বেতন পাওয়া যায়। অবশ্য কোম্পানিভেদে এটা কমবেশি হতে পারে। বাংলাদেশে অভিজ্ঞতাসম্পন্ন হলে ৩০ হাজার টাকা অফার করে থাকে। বিভিন্ন এনজিওসহ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ৫০ হাজারের বেশি বেতন অফার করে।




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার