Home পরিচিতি

IsDB-BISEW IT Scholarship

IsDB-BISEW IT Scholarship

5 Min read

Saturday, September 2nd 2023



ইসলামি উন্নয়ন ব্যাংকের একটি কাজ বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ। এ প্রকল্পের আওতায় IsDB-BISEW আইটি স্কলারশিপ প্রদান করা হয়। ভোকেশনাল ট্রেনিং দেয়ার জন্য তারা দরখাস্ত আহ্বান করেছে। গত ছয় বছর ধরে আইডিবি ভোকেশনাল স্কলারশিপের অধীনে বিভিন্ন ট্রেডে ছয় মাস মেয়াদি কারিগরি শিক্ষা প্রদান করে আসছে।


আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করাই এ প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য। এখন পর্যন্ত ১ হাজার ৭৪১ জন এ স্কলারশিপের আওতায় ট্রেনিং করে দেশ-বিদেশে ২৪৮টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।




স্কলারশিপের সুযোগ-সুবিধা


ছয় মাস মেয়াদি (৭২০ ঘণ্টা) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ;


থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনা মূল্যে ট্রেনিং;


প্রশিক্ষণ চলাকালে মাসিক ৫০০ টাকা হাতখরচ;


চাকরি উপযোগী সিলেবাস ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ;


চাকরি পেতে সর্বাত্মক সহযোগিতা;


যেসব কোর্সে ট্রেনিং


ইলেকট্রিক্যাল ওয়ার্কস;


ইলেকট্রনিকস;


রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং;


ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন;


মেশিনিস্ট;



আবেদনকারীর জন্য নির্দেশাবলি


শুধু সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের জন্য;


একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন;


জন্মতারিখ সঠিকভাবে প্রদান করতে হবে;





যেসব কাগজপত্র দরকার


জেএসসি, এসএসসি ও এইচএসসির ফল, ফল প্রকাশের বছর ও রোল নম্বর;


ফরম পূরণে আবেদনকারীকে মুঠোফোন নম্বর দিতে হবে ও সেটি যাচাইয়ে দ্বিতীয়বার কনফার্ম মুঠোফোন নম্বরের ঘরে লিখতে হবে;


পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে;


প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না;


ফরম সাবমিটের পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে;


আবেদনের যোগ্যতা


সর্বনিম্ন অষ্টম শ্রেণি ও সর্বোচ্চ এসএসসি পাস হতে হবে;


১৮ থেকে ২৬ বছর বয়সীরা আবেদন করতে পারবেন;


বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না (যাঁরা অনার্স/মাস্টার্স/ডিপ্লোমা শেষ করেছেন অথবা অধ্যয়নরত তাঁদের IsDB-BISEW IT Scholarship Programme-এর এক বছর মেয়াদি ট্রেনিংয়ের মাধ্যমে IT Professional হওয়ার সুযোগ আছে);



আবেদনের সময়সীমা


আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন করতে হবে।


আবেদনের মাধ্যম

অনলাইনে লিংকে দেওয়া আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।


আরও তথ্য জানতে ক্লিক করতে পারবেন লিংকে




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরিচিতি CATEGORY

এনএলপি ইঞ্জিনিয়ার

5 Min read

Saturday, February 10th 2024

এনএলপি ইঞ্জিনিয়ার

ফিটনেস ট্রেইনার

5 Min read

Saturday, January 27th 2024

ফিটনেস ট্রেইনার

ইরাসমাস+ স্কলারশিপ

5 Min read

Saturday, January 27th 2024

ইরাসমাস+ স্কলারশিপ

থ্রিডি এনিমেটর

5 Min read

Saturday, January 20th 2024

থ্রিডি এনিমেটর

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

5 Min read

Saturday, January 20th 2024

তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার

5 Min read

Saturday, December 30th 2023

ইথিক্যাল হ্যাকিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার