কখন থেকে চাকরির প্রস্তুতি শুরু করবেন
BY
Nadim Majid
অনেকে মনে করেন, পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নেয়া
শুরু করবেন। তারপর ছয় মাস- এক বছর পড়াশোনা করে একদম মনের মত একটি চাকরি পেয়ে যাবেন।
বিষয়টি একবারে ভুল। চাকরির প্রস্তুতি শুরু করা উচিত- গ্রাজুয়েশনে ভর্তি হওয়ার পরপর-ই।
চাকরির প্রস্তুতি শুরু করা নিয়ে প্রয়োজনীয় বিষয় তুলে ধরেছেন নাদিম মজিদ
এক. সফট স্কিল গড়ে তুলুন: সব চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত হয়ে থাকে, এমন নয়। বেসরকারি বেশিরভাগ চাকরিতে ভাইবা এবং কমিউনিকেশন স্কিল গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো সফট স্কিলের অন্তর্ভূক্ত। এ সব গড়ে তোলার জন্য গ্রাজুয়েশনে ভর্তি হওয়ার পর থেকেই সফট স্কিল তৈরিতে মনোযোগ দিতে পারেন। বারবার অনুশীলন করুন। গ্রুপ স্টাডি করতে পারেন। নিজের দুর্বলতা যাচাই করে সে অনুসারে প্রস্তুতি নিন।
দুই. প্রয়োজনীয় হার্ড স্কিলে রেডি রাখুন: বর্তমান সময়ে অফিস জবের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার জানা গুরুত্বপূর্ণ। ইমেইল পাঠানো, প্রপোজাল লেখা দরকারি। এসব বিষয়ে পোক্ত হোন। ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করা হয়, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপিং পারেন কিনা- আপনি না উত্তর দিলে মনে করবেন, সেখানেই আপনার বাদ পড়ার সম্ভাবনা শতভাগ। তাই, এ সব স্কিলে তৈরি থাকুন। নিয়মিত অনুশীলন করুন। ফেসবুকে পোস্ট দেয়া দরকার, পিসি থেকে দিন। কাউকে ইমেইল পাঠানো দরকার। পিসি থেকে পাঠান। এতে আপনার দক্ষতার অনুশীলন হবে।
তিন. ছোট ছোট অভিজ্ঞতা নিন: সেমিস্টারের ছুটি চলছে। এ সময়ে আপনি কোনো অফিস রিলেটেড কাজে যুক্ত হতে পারেন কিনা দেখুন। হতে পারে কোনো লাইব্রেরিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। নিজের পাড়ার স্কুলে ক্লাস নিচ্ছেন। কোনো ইভেন্টে স্বেচ্ছাসেবার কাজ করছেন। এতে মানুষের সাথে মেশার সুযোগ বাড়বে। অনেকের সাথে পরিচয় থাকবে।
চার. স্বেচ্ছাসেবক হোন: নিজের বিশ্ববিদ্যালয়ের ক্লাব
বা কোনো সংগঠনে যুক্ত হোন। সেখানের কাজে জড়িত হোন। আপনার অভিজ্ঞতা বাড়বে। একটি সংগঠন
কিভাবে পরিচালিত হয় বুঝতে পারবেন। ক্ষেত্রবিশেষ তাদেরকে বিশেষ স্কিল দিয়ে সহযোগিতা
করুন। যেমন: লিখতে পারেন, আপনি সে সংগঠনের ফেসবুক পোস্টের ক্যাপশন লিখে দিন।
পাঁচ. সিভি আপডেট করুন: প্রতি তিন মাস পরপর সিভি আপডেট
করুন। নতুন যুক্ত হওয়া স্কিল যোগ করুন। সিনিয়র কাউকে আপনি আপনার সিভি পাঠিয়ে রিভিউ
নিন। আপনার ক্যারিয়ার তৈরিতে কাজে দিবে।
ছয়. সোশাল মিডিয়া ফলো করুন: আপনার ইচ্ছা, মাল্টিন্যাশনাল
কোম্পানিতে চাকরি করবেন। আপনার পছন্দের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর তালিকা তৈরি করুন।
তাদের ফেসবুক ও লিংকডইন পেইজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন। তাদের কি কি প্রোডাক্ট আসছে,
তা নিয়ে ধারণা থাকবে। কখন কি নিয়োগ চলছে, সেখানে কি যোগ্যতা চাওয়া হচ্ছে- তাও আপনার
জানা থাকেব। নিজেকে সেভাবে তৈরি করতে পারবেন।
উপরে যে বিষয়গুলো বললাম, তা করার জন্য আহামরি কাজ করা
লাগবে না। আপনার রুটিন কাজের ফাঁকে ফাঁকে এসব গড়ে তুলতে পারবেন। এভাবে আপনি হতে পারবেন
একজন দক্ষ মানবসম্পদ।
তাহলে হয়ে যাক, আপনার চাকরির প্রস্তুতি।
POST A COMMENT
OTHER POSTS OF পরামর্শ CATEGORY
Copyright © 2023
By Bangla Puzzle Limited
To comment in this Blog, SignIn with Google