Home পরামর্শ

গুগল লোকাল গাইড প্রোগ্রাম: কিভাবে পয়েন্ট এবং ব্যাজ পাবেন

গুগল লোকাল গাইড প্রোগ্রাম: কিভাবে পয়েন্ট এবং ব্যাজ পাবেন

৬ মিনিট read

Friday, May 5th 2023



 

গুগলের লোকাল গাইডের প্রতি আমার খুব বেশি প্যাশন ছিল না। কিন্তু নিজের এবং পরিচিতদের ব্যবসায়িক ঠিকানাগুলো গুগল ম্যাপে তোলার আগ্রহ থেকেই আমি গুগল লোকাল গাইড হিসেবে কাজ করা শুরু করি।

গুগল ম্যাপ সার্ভিসের জন্য গুগল বিশ্বব্যাপী তাদের স্বেচ্ছাসেবকদের উপর নির্ভর করে থাকে। স্বেচ্ছাসেবকেরাই কোনো স্থানের ব্যবসায়িক তথ্য, গুরুত্বপূর্ণ স্থান এবং স্থানীয় আকর্ষণগুলো গুগল সার্চ এবং ম্যাপে নিয়মিত আপডেট দিয়ে থাকে। আপডেট প্রদানকারী স্বেচ্ছাসেবকদের লোকাল গাইড নামে অভিহিত করা হয়।

আপনি যদি নতুন কোনো শহর ভ্রমণ করতে যান, সেখানকার হোটেল এবং রেস্টুরেন্ট সম্পর্কে তথ্য খুঁজতে চাইলে আপনি যে তথ্য পাবেন, সে সব তথ্যের প্রায় সব-ই লোকাল গাইডদের দেয়া।

লোকাল গাইডগণ নিয়মিত রিভিউ, ছবি, ভিডিও এবং বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে, এতে আপনার মত ব্যক্তি সহজেই উপকৃত হয়ে থাকেন।

এটা সত্য যে লোকাল গাইডগণ তাদের এ সেবা প্রদানের জন্য ভার্চুয়াল রিওয়ার্ড পেয়ে থাকেন। গুগল তাদের লোকাল গাইড প্রোগ্রামের আওতায় লোকাল গাইডদের ইনসেনটিভ দিয়ে থাকে যেন তারা নিয়মিত ম্যাপ আপডেট করে থাকে।

অনেকসময় কোনো ব্যবসায়ের তথ্য ভেরিফাই করার কাজও লোকাল গাইড করে থাকেন।

লোকাল গাইড প্রোগ্রামে যোগদেয়ার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আগ্রহী যে কেউ যোগ দিতে পারেন।

এ লেখায় কিভাবে আপনি লোকাল গাইড প্রোগ্রামে যোগ দিতে পারবেন এবং এখান থেকে কি কি সুবিধা পাবেন, তা তুলে ধরা হল।


লোকাল গাইড প্রোগ্রাম কি?

লোকাল গাইড প্রোগ্রাম হল একটি গেইমিফাইড সিস্টেম যা দিয়ে গুগল ম্যাপ এবং গুগল বিজনেস প্রোফাইলে কনট্রিবিউটকারীরা রিওয়ার্ড পেয়ে থাকে। 

একজন লোকাল গাইড হিসেবে আপনি আপনার প্রতিটি কনট্রিবিউশনের জন্য পয়েন্ট পেতে পারেন। একটি নির্দিষ্ট লেভেল সম্পন্ন হওয়ার পরে আপনি পরের লেভেলে যেতে পারবেন এবং সেখানকার ব্যাজ আপনার জন্য উম্মুক্ত হবে।

আপনি লোকাল গাইড হলে আপনি যেসব জায়গায় রিভিউ দিয়েছেন এবং কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন, সেখানে আপনার নামের পাশে ব্যাজ প্রদর্শিত হবে। 

 

পয়েন্ট, লেভেলস এবং ব্যাজ

 

গুগল ম্যাপে কনট্রিবিউশনের ধরন অনুসারে পয়েন্ট দেয়া হয়ে থাকে।

একটি রিভিউ দিলে - ১০ পয়েন্টস

২০০য়ের বেশি অক্ষর দিয়ে রিভিউ দিলে ২০ পয়েন্ট

একটি বিজনেসকে রেটিং দিলে- ১ পয়েন্ট

একটি ছিবি আপলোড দিলে – ৫ পয়েন্ট

একটি ছবি ট্যাগ দিলে- ৩ পয়েন্ট

একটি ভিডিও আপলোড করলে- ৭ পয়েন্ট

প্রশ্ন-উত্তরে সাড়া দিলে- ৩ পয়েন্ট

তথ্য সম্পাদনা করলে – ৫ পয়েন্ট

একটি জায়গা যোগ করলে- ১৫ পয়েন্ট

একটি রাস্তা যোগ করলে- ১৫ পয়েন্ট

একটি ফ্যাক্ট চেক করলে – ১ পয়েন্ট

একটি ইলিজিবল লিস্ট প্রকাশ করলে ১০ পয়েন্ট

তালিকায় একটি বর্ণনা যোগ করলে – ৫ পয়েন্ট

আপনি পয়েন্ট অর্জন করে করে উচ্চতর লেভেলে যেতে পারবেন।

আপনি চতুর্থ এবং তার উপরের লেভেলে গেলে আপনি একটি ব্যাজ অর্জন করতে পারবেন যা গুগল ম্যাপে আপনার নামের পাশে দেখানো হবে।

পয়েন্ট অনুসারে লোকাল গাইড প্রোগ্রাম নিচে দেয়া হল:

লেভেল ১ – ০ পয়েন্ট

লেভেল ২- ১৫ পয়েন্ট

লেভেল ৩- ৭৫ পয়েন্ট

লেভেল ৪- ২৫০ পয়েন্ট

লেভেল ৫- ৫০০ পয়েন্ট

লেভেল ৬- ১,৫০০ পয়েন্ট

লেভেল ৭- ৫,০০০ পয়েন্ট

লেভেল ৮- ১৫,০০০ পয়েন্ট

লেভেল ৯- ৫০,০০০ পয়েন্ট

লেভেল ১০-১০০,০০০ পয়েন্ট

 

আগে লোকাল গাইডদের মধ্যে যারা উচ্চতর লেভেল থাকা লোকাল গাইডদের গুগল বিভিন্ন বোনাস সুবিধা অফার করত যেমন ফ্রি ক্লাউড স্টোরেজ, গুগল প্লে স্টোরে ডিসকাউন্ট সুবিধা ইত্যাদি।

বর্তমানে লোকাল গাইডদের জন্য এ ধরনের কোনো সুবিধা নেই, তারা কেবল ব্যাজ দিয়ে থাকে।

অনেকসময় লোকাল গাইডগণ গুগলের নতুন ফিচার ব্যবহারের জন্য আর্লি একসেস পেয়ে থাকে, এ নিয়ে অবশ্য গুগলের কমিটমেন্ট নেই।

কিভাবে আপনি গুগলের লোকাল গাইড প্রোগ্রামে যোগ দিতে পারেন



ধাপ-১

গুগলের লোকাল গাইড পেইজ ভিজিট করুন এবং যোগ দানের জন্য গেট স্টার্টেড বাটনে ক্লিক করুন। 

 ধাপ ২

এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার জিমেইল আইডির প্রয়োজন হবে। তারপরআপনার শহরের নাম প্রবেশ করান এবং লোকাল গাইড হওয়ার জন্য ক্লিক করুন।

ধাপ ৩

গুগল ম্যাপে কনট্রিবিউট করে পয়েন্ট অর্জন করুন।  



আপনি আপনার ড্যাশবোর্ডে উপরের অংশে আপনার পয়েন্ট দেখতে পারবেন এবং নেক্সট লেভেলে যাওয়ার জন্য প্রোগ্রেস বার দেখতে পারবেন।

আপনি আপনার মোবাইলের লোকেশন সার্ভিস এলাউ করলে সে হিস্টোরি অনুসারে বিভিন্ন জায়গার রিভিউ দেয়ার আপনার কাছে সুপারিশ আসবে।

তবে মনে রাখবেন,‍ গুগল লোকাল গাইড প্রোগ্রামে অংশ নেয়ার জন্য লোকেশন হিস্টোরি চালু করা বাধ্যতামূলক নয়। লোকেশন হিস্টোরি ওপেন না করে আপনি ম্যানিয়ুলিও কনট্রিবিউট করতে পারেন। 




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরামর্শ CATEGORY

দিনে সাতটি কাজ কার্যকরভাবে করার উপায়

10 Min read

Friday, February 2nd 2024

দিনে সাতটি কাজ কার্যকরভাবে করার উপায়

কখন থেকে চাকরির প্রস্তুতি শুরু করবেন

10 Min read

Saturday, January 27th 2024

কখন থেকে চাকরির প্রস্তুতি শুরু করবেন

সাক্ষাৎকারের প্রস্তুতি নেয়ার ১১ ধাপ

10 min read

Saturday, January 20th 2024

সাক্ষাৎকারের প্রস্তুতি নেয়ার ১১ ধাপ

ক্যারিয়ার উন্নয়ন পরিকল্পনা তৈরি করুন

10 Min read

Saturday, January 6th 2024

ক্যারিয়ার উন্নয়ন পরিকল্পনা তৈরি করুন

শিক্ষার্থীদের জন্য আত্মউন্নয়নমূলক ১০ বই

10 Min read

Friday, December 22nd 2023

শিক্ষার্থীদের জন্য আত্মউন্নয়নমূলক ১০ বই

ওয়ার্ক ফ্রম হোমের প্রয়োজনীয় পাঁচ গ্যাজেট

5 Min read

Saturday, December 16th 2023

ওয়ার্ক ফ্রম হোমের প্রয়োজনীয় পাঁচ গ্যাজেট