Home পরামর্শ

মন্দায় টিকে থাকবে যে ৮ সেক্টরের চাকরি

মন্দায় টিকে থাকবে যে ৮ সেক্টরের চাকরি

৮ মিনিট read

Friday, September 15th 2023



অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এই খাতগুলোয় কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগ এবং অকুপেশনাল ইনফরমেশন নেটওয়ার্ক ডেটাবেজের তথ্য বলছে, আটটি সেক্টরে বর্তমানে এবং ভবিষ্যতে বিপুল কর্মসংস্থান হতে থাকবে। লিখেছেন রতন কুমার দাস


কিছু কিছু সেক্টর রয়েছে, যে সেক্টরে চাকরির চাহিদা সবসময়-ই থাকবে। 

এসব সেক্টরে ক্যারিয়ার গড়লে চাকরি হারানোর দুর্ভাবনা থাকবে না। এসব সেক্টর নিয়ে জরিপ করেছে যুক্তরাষ্ট্র। সেই দেশের পরিপ্রেক্ষিতে অন্যান্য দেশেও একই ধারা বজায় থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেখে নিতে পারেন এই সেক্টরগুলোর চাকরি, যা আপনার পেশাগত ভাবনা দূর করবে। 

জরিপটি যুক্তরাষ্ট্রের হতে পারে, কিন্তু এর আবেদন থাকবে  বাংলাদেশেও। 

১. শিক্ষা খাত

যুক্তরাষ্ট্রে গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা অন্যদের তুলনায় এগিয়ে থাকলেও অন্যান্য দেশে প্রকৌশল বিদ্যা, প্রযুক্তি ও মেডিসিন বিষয়ের শিক্ষকদের চাহিদা বেশি। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেখানে ইংরেজী ভাষার ওপর ক্লাস নেয়ার সংখ্যা সমানতালে বেড়ে চলেছে।

দেশটিতে উচ্চমাধ্যমিক (পোস্টসেকেন্ডারি) শিক্ষকদের বেতন শুরু হয় ৫৬ হাজার ১২০ ডলার দিয়ে। এই শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। কখনো কখনো স্নাতকোত্তর বা ডক্টরেট ডিগ্রির প্রয়োজন পড়ে।

টিচারস অ্যাসিস্ট্যান্টদের বেতন শুরু ২১ হাজার ৫৮০ ডলার দিয়ে। তাদের শিক্ষাগত যোগ্যতা: কিছু পদের জন্য পোস্টসেকেন্ডারি কিংবা ভোকেশনাল ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে।

এছাড়া ভোকেশনাল ও স্কুল কাউন্সিলরদের গড় বেতন ৪৯ হাজার ৪৫০ ডলার। শিক্ষাগত যোগ্যতা সেকেন্ডারি এডুকেশন থেকে শুরু করে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত।

২. জ্বালানি খাত

‘১৫০ বেস্ট রিসেশন-প্রুফ জবস’ বইয়ের সহলেখক লরেন্স শাটকিন বলেন, বিশ্বে জ্বালানির ওপর নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জ্বালানির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ কারণে খাতটিতে প্রচুর কর্মসংস্থান হচ্ছে। এর মধ্যে রয়েছে-

পাওয়ার প্লান্ট অপারেটর- এই পেশাজীবিদের গড় বেতন ৫৬ হাজার ৬৪০ ডলার। শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে ভোকেশনাল ট্রেনিং এবং কয়েক বছরের অভিজ্ঞতা।

ইনসুলেশন ওয়ার্কার- গড় বেতন ৩১ হাজার ২৮০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক এবং ভোকেশনাল ট্রেনিং।

ইলেকট্রিক্যাল পাওয়ার-লাইন স্থাপনকারী/মেরামতকারী- গড় বেতন ৫২ হাজার ৫৭০ ডলার, শিক্ষার ক্ষেত্রে ভোকেশনাল ট্রেনিং এবং কয়েক বছরের অভিজ্ঞতা জরুরি এই পদের জন্য।

৩. পরিবেশ খাত

পরিবেশ খাতের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশবান্ধব জ্বালানি। যুক্তরাষ্ট্রসহ কমবেশি সব উন্নত দেশে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর পক্ষে কর্মসূচি চলছে। এর পরিবর্তে সৌর, বায়ু ও নিউক্লিয়ার নির্ভর জ্বালানির কথা বলা হচ্ছে। এই খাতে জনপ্রিয় চাকরিগুলো হচ্ছে-

এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট- গড় বেতন ৫৮ হাজার ৩৮০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার্স- গড় বেতন ৭২ হাজার ৩৫০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।

হাইড্রোলজিস্ট- গড় বেতন ৬৮ হাজার ১৪০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।

৪. আর্থিক সেবা খাত

আর্থিক সেবা খাতের ভবিষ্যত সবসময়ই উজ্জ্বল। আপনি যে বয়সেই শ্রমবাজারে প্রবেশ করুন না কেন, কিংবা যে বয়সে অবসরে যান না কেন, এই খাতের সহায়তা প্রয়োজন পড়বে। ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে হয়ত আউটসোর্সিংয়ের মাধ্যমে হিসাবরক্ষণের কাজ চালিয়ে নেওয়া যায়। কিন্তু দীর্ঘমেয়াদে হিসাবরক্ষণ কর্মকর্তা, বিনিয়োগকারীদের চাহিদা তুঙ্গে থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কেননা দেশ গঠনে আর্থিক খাতের অবদান শীর্ষেই থাকে। এ খাতের কয়েকটি চাকরি-

ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার- গড় বেতন ৬৭ হাজার ৬৬০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।

অ্যাকাউন্ট্যান্টস ও অডিটর-গড় বেতন ৫৭ হাজার ৬০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।

সেলস এজেন্ট-গড় বেতন ৬৮ হাজার ৪৩০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।

৫. স্বাস্থ্যসেবা

সব ক্যারিয়ারের সেরা বলা হয় স্বাস্থ্যসেবা খাতকে। কেননা খাতটি সবসময় শীর্ষে অবস্থান করে। প্রাকৃতিক নিয়মে আমরা সবাই বৃদ্ধ হব, অর্থাৎ আমাদের বয়স বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্রনিক রোগে আক্রান্ত হওয়ার হারও বৃদ্ধি পাবে, তখন স্বাস্থ্যসেবার বিষয়টি সবার সামনে চলে আসবে। জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই খাতের পেশাজীবিদের অবদান অনস্বীকার্য। যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোয় স্বাস্থ্যবীমার চাহিদা তুঙ্গে। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ বেটিনডা সেইডম্যান বলেন, ‘স্বাস্থ্যসেবা খাতের চাহিদা কখনও ফুরাবার নয়, এর মানে, এই খাতে জড়িত পেশাজীবিরা টিকে থাকবেন।’ যুক্তরাষ্ট্রের একজন নিবন্ধিত নার্সের গড় বেতন ৬০ হাজার ১০ ডলার। তাদের শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।

ডেন্টাল অ্যাসিস্ট্যান্টস- গড় বেতন ৩১ হাজার ৫৫০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: সেকেন্ডারি এডুকেশনসহ প্রায় এক বছরের অভিজ্ঞতা।

হেলথ ইনফরমেশন টেকনিশিয়ান- গড় বেতন ২৯ হাজার ২৯০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: দুই বছরের অ্যাসোসিয়েট ডিগ্রি।

৬. আন্তর্জাতিক ব্যবসা

করপোরেশন, কনসালটিং ফার্ম, অলাভজনক প্রতিষ্ঠান, এমনকি সরকারও বৈশ্বিক বাজারের অংশ। যেসব কর্মী আন্তর্জাতিক বিষয়ে ধারনা রাখেন, বিদেশী ভাষায় দক্ষতা রয়েছে এবং বিদেশী থাকতে ইচ্ছুক তাদের বেশ চাহিদা রয়েছে। বিশেষজ্ঞ জন চ্যালেঞ্জারের মতে, বৈশ্বিক অর্থনীতি কেবল বাড়তেই থাকে। দেশগুলোর অন্তর্ভূক্তিতে এর পরিধি আরও বৃদ্ধি পাবে।

ইন্টারপ্রেটার/ট্রানস্লেটর (দোভাষী/অনুবাদক)- গড় বেতন ৩৭ হাজার ৪৯০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।

ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যানালিস্ট- গড় বেতন ৭১ হাজার ১৫০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর।

মার্কেট রিসার্চ অ্যানালিস্ট- গড় বেতন ৬০ হাজার ৩০০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর।

৭. ল এনফোর্সমেন্ট (আইন প্রয়োগকারী)

সন্ত্রাসী কার্যকলাপ প্রতিদিন সংবাদের শিরোনাম হচ্ছে। দেশ-বিদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। ঝুঁকিতে পড়ছে মানুষের জীবন। আর্থিক নিরাপত্তায় ভুগছে মানুষ। শাটকিন তাই বলেন, ‘মন্দাকালে অপরাধ কমে না, বরং বৃদ্ধি পায়।’

প্রবেশন অফিসার- গড় বেতন ৪৪ হাজার ৫১০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।

কোর্ট প্রতিবেদক- গড় বেতন ৪৩ হাজার ৩৩০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: পোস্টসেকেন্ডারি ভোকেশনাল ডিগ্রি।

৮. প্রযুক্তি

সেবা ও পণ্য খাতেও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। যেমন ইলেকট্রনিক হেলথ রেকর্ড আগের তুলনায় জনপ্রিয় হয়েছে। এতে বোঝা যায়, সব খাতে প্রযুক্তি শক্তিশালী হচ্ছে। প্রযুুক্তি এখন শুধু বিনোদন, প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ নয়।

কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট- গড় বেতন ৭৩ হাজার ৯০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।

নেটওয়ার্ক সিস্টেমস/ডেটা কমিউনিকেশন্স অ্যানালিস্ট- গড় বেতন ৬৪ হাজার ৬০০ ডলার, যার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক।

কম্পিউটার/এটিএম কিংবা মেশিন অপারেটর- গড় বেতন ৩৭ হাজার ১০০ ডলার। শিক্ষাগত যোগ্যতা: ভোকেশনাল ট্রেনিং।

উল্লেখিত পেশার বাইরে মানুষের মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত পেশার চাহিদা সবসময় থাকবে। যেমন, খাদ্যশিল্প; কেননা মানুষের খেয়ে-পড়ে বেঁচে থাকতে হবে। এছাড়া সরকারি খাতের চাহিদা কখনো ফুরাবে না।




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরামর্শ CATEGORY

দিনে সাতটি কাজ কার্যকরভাবে করার উপায়

10 Min read

Friday, February 2nd 2024

দিনে সাতটি কাজ কার্যকরভাবে করার উপায়

কখন থেকে চাকরির প্রস্তুতি শুরু করবেন

10 Min read

Saturday, January 27th 2024

কখন থেকে চাকরির প্রস্তুতি শুরু করবেন

সাক্ষাৎকারের প্রস্তুতি নেয়ার ১১ ধাপ

10 min read

Saturday, January 20th 2024

সাক্ষাৎকারের প্রস্তুতি নেয়ার ১১ ধাপ

ক্যারিয়ার উন্নয়ন পরিকল্পনা তৈরি করুন

10 Min read

Saturday, January 6th 2024

ক্যারিয়ার উন্নয়ন পরিকল্পনা তৈরি করুন

শিক্ষার্থীদের জন্য আত্মউন্নয়নমূলক ১০ বই

10 Min read

Friday, December 22nd 2023

শিক্ষার্থীদের জন্য আত্মউন্নয়নমূলক ১০ বই

ওয়ার্ক ফ্রম হোমের প্রয়োজনীয় পাঁচ গ্যাজেট

5 Min read

Saturday, December 16th 2023

ওয়ার্ক ফ্রম হোমের প্রয়োজনীয় পাঁচ গ্যাজেট