Home পরামর্শ

সংবাদপত্রের যত পদবি

সংবাদপত্রের যত পদবি

৬ মিনিট read

Thursday, March 23rd 2023




মিডিয়ার প্রতি দুর্বলতা আমাদের কমবেশি সবার-ই। দিনশেষে খবর নেয়ার জন্য চোখ বুলাই টেলিভিশনে। খবরের গভীরে যাওয়ার জন্য পড়ি দৈনিক সংবাদপত্র। একটি দৈনিক সংবাদপত্র প্রকাশের পেছনে কাজ বিভিন্ন পদের অনেক ব্যক্তি। দেশ ক্যারিয়ারের এ নিউজলেটারে থাকছে সেসব পদবির নাম এবং তাদের দায়িত্ব এবং কর্তব্য। 


প্রকাশক: যে কোনো সংবাদপত্র প্রকাশের আইনানুগ ব্যক্তি হলেন প্রকাশক। যে কোনো পত্রিকা সরকারি স্বীকৃতি পাওয়ার জন্য প্রকাশক কে হবে, তা ঘোষণা করতে হয়। সাধারণত পত্রিকার কর্মকর্তা-কর্মচারীদের বেতনাদি দেয়ার প্রধান দায়িত্বও প্রকাশকের ঘাড়ে থাকে।

সম্পাদকঃ সম্পাদক সংবাদপত্রের প্রধান কার্যনির্বাহী। পুরো সংবাদপত্র পরিচালনার দায়িত্ব থাকে সম্পাদকের হাতে। তিনি পত্রিকাটির সম্পাদনা, নীতি নির্ধারণ, নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন করেন।

নির্বাহী সম্পাদকঃ পত্রিকার প্রধান উপ-সম্পাদকীয়, বিশেষ নিবন্ধ, ফিচার লেখা ছাড়াও নির্বাহী সম্পাদক পত্রিকার সম্পাদকীয়, রিপোর্টিং, বার্তা, সম্পাদনা সহকারী বিভাগের কার্য পরিচালনা, পরিকল্পনা এবং সমন্বয় সাধন করবেন। এছাড়া সম্পাদক তাকে যখন যে কাজের দায়িত্ব দেবেন তিনি তা সম্পাদন করেন।

 

ব্যবস্থাপনা সম্পাদকঃ ব্যবস্থাপনা সম্পাদক সংবাদপত্রের সম্পাদককে তার ব্যবস্থাপনা, বিজ্ঞাপন ও সম্পাদকীয় কর্তব্য পালনে সহযোগিতা করে থাকেন।

উপ-সম্পাদক/যুগ্ম-সম্পাদক/ উপ-সম্পাদক/যুগ্ম-সম্পাদক/সহযোগী সম্পাদক:  সাধারণত এ পদের দায়িত্বশীল ব্যক্তিরা সম্পাদকের কাজে সহায়তা করেন এবং সম্পাদক কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করেন।

 

বার্তা সম্পাদকঃ বার্তা সম্পাদক বার্তা বিভাগের সকল কাজের সমন্বয় সাধন ও তদারক করেন। তিনি পত্রিকার সংবাদ সংক্রান্ত সকল সংস্করণের পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পালন করে থাকেন।

সহকারী সম্পাদক: সহকারী সম্পাদক সাধারণতঃ কোন বিষয়ে মন্তব্য ও মতামত লেখার দায়িত্ব পালনে সম্পাদককে সাহায্য করে থাকেন। তিনি প্রধান উপ-সম্পাদকীয়, সম্পাদকীয় রচনা করেন এবং পর্যালোচনা ও সমালোচনামূলক নিবন্ধও লেখেন।

 

ফিচার সম্পাদক:  ফিচার সম্পাদক একটি পত্রিকার ফিচার লেখা, অন্যান্যদের কাছ থেকে ফিচার সংগ্রহ ও তৈরি করার কাজে নিয়োজিত থাকেন। তিনি ঐ ধরনের প্রবন্ধ-নিবন্ধের সম্পাদনা ও সেগুলো দর্শনীয়ভাবে ছাপানোর কাজও করে থাকেন। তিনি কোন বিশেষ কলাম বা পৃষ্ঠার দায়িত্বেও থাকতে পারেন।

বিশেষ সংবাদদাতাঃ বিশেষ সংবাদদাতা একজন বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসেবে সরকারি সদর দপ্তর বা বহির্বিশ্বের কোন স্টেশনের সংসদীয়, রাজনৈতিক ও সাধারণ গুরুত্বপূর্ণ সকল প্রকার সংবাদপত্র-এর প্রতিবেদন রচনা, তার ব্যাখ্যা ও বিশ্লেষণ করেন। তিনি এ দায়িত্ব একাধিক কার্যস্থল বা যেকোন জায়গা থেকে, যেখানে তাকে দায়িত্ব দেয়া হবে, সম্পাদন করতে পারেন।

নগর সম্পাদকঃ নগর সংক্রান্ত ডেস্কের দায়িত্বে থাকেন। তিনি শহরের সংবাদদাতাদের কাছ থেকে প্রাপ্ত সংবাদ নির্বাচন করে তা সম্পাদনা করেন।

যুগ্ম-বার্তা সম্পাদকঃ যুগ্ম-বার্তা সম্পাদক পত্রিকার বার্তা সম্পাদকের সাথে বার্তা বিভাগের কাজের সমন্বয় সাধন ও তদারক করে থাকেন এবং পত্রিকায় সংবাদ সংক্রান্ত সকল সংস্করণের পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পালন করেন।

প্রধান প্রতিবেদকঃ প্রধান প্রতিবেদক একটি পত্রিকার প্রকাশনা কেন্দ্রে কর্মরত সকল নিজস্ব প্রতিবেদকদের পরিচালনার দায়িত্বে থেকে তিনি তাদের কাজের তদারক করেন। তিনি নিজে অধিক গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহের কাজেও নিয়োজিত থাকেন। 

প্রধান সহ-সম্পাদকঃ প্রধান সহ-সম্পাদক পত্রিকার কর্মরত সহ-সম্পাদকদের মধ্যে কাজ বন্টন ও তাদের কাজের সমন্বয় সাধন করেন। তিনি সাধারণতঃ পত্রিকায় সংবাদ ছাপানোর জায়গার পরিমাণ ও প্রদর্শনের স্থান নির্ধারণ করেন। 

শিফ্ট-ইন-চার্জঃ শিফট-ইন-চার্জ সাধারণতঃ বার্তা বিভাগের একটি শিফ্টের দায়িত্বে থাকেন। সহ-সম্পাদকদের মধ্যে কাজ বন্টন ও তার সুষ্ঠু সম্পাদনা নিশ্চিত করা ছাড়াও তিনি পত্রিকা প্রকাশের দায়িত্ব পালন করে থাকেন। 

মফঃস্বল সম্পাদকঃ মফঃস্বল সম্পাদক মফঃস্বল ডেস্কের দায়িত্বে থাকেন। তিনি মফঃস্বল সংবাদদাতাদের কাছ থেকে প্রাপ্ত সংবাদ নির্বাচন করে তা সম্পাদনা করেন।

ক্রীড়া সম্পাদকঃ ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক নিবন্ধের উপাদান সংগ্রহ, তা লেখা, তৈরি এবং সম্পাদনার দায়িত্বে থাকেন। তিনি পত্রিকার বিশেষ কলাম বা পৃষ্ঠার জন্য ফিচার লেখার দায়িত্বেও ন্যস্ত থাকেন।

সম্পাদকীয় সহকারীঃ সহকারী সম্পাদকদের মন্তব্য ও মতামত লেখায় সম্পাদকীয় সহকারী সাহায্য করে থাকেন। তিনি দায়িত্ব প্রাপ্ত হয়ে নিজেও মন্তব্য, সমালোচনামূলক লেখা চিঠিপত্র সম্পাদনা করে থাকেন। 

সহ-সম্পাদকঃ সহ-সম্পাদক পত্রিকার জন্য কপি নির্বাচন করেন। তিনি সংবাদ শিরোনাম লিখেন। পত্রিকার স্থান সংকুলানের বিষয় বিবেচনায় রেখে সংবাদটি প্রয়োজনমত সম্পাদনা করেন এবং পত্রিকার রচনাশৈলী ও রীতিনীতির প্রতি দৃষ্টি রেখে তার দায়িত্ব পালন করেন। তিনি উপরোক্ত দায়িত্বের আংশিক বা সম্পূর্ণটাই পালন করতে পারেন। 

নিজস্ব প্রতিবেদকঃ নিজস্ব প্রতিবেদক পত্রিকার প্রকাশনা কেন্দ্রে নিযুক্ত থেকে খবর সংগ্রহ, লেখা এবং তা উপস্থাপনার দায়িত্ব পালন করে থাকেন।  

নিজস্ব সংবাদদাতাঃ নিজস্ব সংবাদদাতা সংবাদ সংগ্রহ করে ইমেইল, তার, ডাক বা যে কোন মাধ্যমে সংবাদপত্র প্রকাশনা কেন্দ্রে প্রেরণ করে থাকেন।

ক্রীড়া প্রতিবেদকঃ ক্রীড়া প্রতিবেদক পত্রিকার জন্য ক্রীড়া বিষয়ক সংবাদ সংগ্রহ, লেখা ও তা উপস্থাপন করে থাকেন।

 

আলোকচিত্র সাংবাদিকঃ আলোকচিত্র সাংবাদিক পত্রিকার জন্য বিভিন্ন ঘটনা ও জনগুরুত্বপূর্ণ বিষয়ের আলোকচিত্র তুলে তার দায়িত্ব পালন করে থাকেন।

কার্টুনিস্টঃ কার্টুনিস্ট পত্রিকার জন্য কার্টুন আঁকেন।

আর্টিস্টঃ আর্টিস্ট নক্শা, চিত্র, মানচিত্র, গ্রাফ এবং এই জাতীয় অন্যান্য সৃজনশীল চিত্রকর্ম প্রকাশনার জন্য প্রস্তুত করেন। তিনি এ ধরনের কাজ আংশিক বা সম্পূর্ণটাই সম্পাদন করতে পারেন।

 রেফারেন্স প্রধান/ প্রধানঃ সংবাদপত্র/সংবাদ সংস্থায় বার্তা, প্রতিবেদন, সম্পাদকীয়, উপ- সংবাদ গ্রন্থাগারিক সম্পাদকীয়, ফিচার ইত্যাদি লেখার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংরণ ও প্রয়োজনে তা সরবরাহের দায়িত্ব পালন করেন। রেফারেন্স প্রধান বা প্রধান সংবাদ গ্রন্থাগারিক বিভাগ/ সংবাদ গ্রন্থাগার বিভাগের সার্বিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি অন্যান্য সংবাদ গ্রন্থাগারিকদের কাজের সমন্বয় সাধন করেন।

 

সংবাদ গ্রন্থাগারিকঃ তিনি রেফারেন্স প্রধান/ প্রধান সংবাদ গ্রন্থাগারিকের কাজে সহযোগিতা করাসহ তার ওপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন।

 

প্রধান সম্পাদনা সহকারীঃ তিনি পত্রিকার সম্পাদনা সহকারী বিভাগের প্রধান এবং সম্পাদনা সহকারীদের মধ্যে কাজ বন্টন ও তাদের কাজের তদারক করেন।

 

সম্পাদনা সহকারীঃ সম্পাদনা সহকারীগণ মুদ্রিত বিষয়বস্তু সম্পাদিত কপির সাথে সুক্ষ্ণভাবে মিলিয়ে দেখেন যাতে একটির সাথে অপরটির সম্পূণ মিল থাকে। তিনি তথ্যগত গরমিল, বানান, ব্যাকরণ ও বাক্যগঠনের ভুল ধরতে পারেন এবং তা তিনি নিজে সংশোধন করতে পারেন বা করিয়ে নিতে পারেন।

প্রদায়ক: সাধারণত পত্রিকার ফিচার বিভাগগুলোতে প্রদায়কগণ কাজ করে থাকেন। ফিচারের পাতা অনুসারে তাদের এসাইনমেন্ট দেয়া হয়, সে এসাইনমেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে করে দিতে হয়। এ ধরনের লেখাগুলো প্রদায়কের নামেই প্রকাশিত হয়। লেখার আকার অনুসারে প্রদায়কের সম্মানী হয়ে থাকে। প্রদায়ক হিসেবে কাজ করার জন্য ঐ পত্রিকায় চাকরি করতে হয় না। তাই, সাধারণ শিক্ষার্থীদের অনেকেই প্রদায়ক হিসেবে কাজ করে থাকেন। 


আরো পড়ুন: বই পড়ে ৯ ধরনের আয়




POST A COMMENT

To comment in this Blog, SignIn with Google

OTHER POSTS OF পরামর্শ CATEGORY

দিনে সাতটি কাজ কার্যকরভাবে করার উপায়

10 Min read

Friday, February 2nd 2024

দিনে সাতটি কাজ কার্যকরভাবে করার উপায়

কখন থেকে চাকরির প্রস্তুতি শুরু করবেন

10 Min read

Saturday, January 27th 2024

কখন থেকে চাকরির প্রস্তুতি শুরু করবেন

সাক্ষাৎকারের প্রস্তুতি নেয়ার ১১ ধাপ

10 min read

Saturday, January 20th 2024

সাক্ষাৎকারের প্রস্তুতি নেয়ার ১১ ধাপ

ক্যারিয়ার উন্নয়ন পরিকল্পনা তৈরি করুন

10 Min read

Saturday, January 6th 2024

ক্যারিয়ার উন্নয়ন পরিকল্পনা তৈরি করুন

শিক্ষার্থীদের জন্য আত্মউন্নয়নমূলক ১০ বই

10 Min read

Friday, December 22nd 2023

শিক্ষার্থীদের জন্য আত্মউন্নয়নমূলক ১০ বই

ওয়ার্ক ফ্রম হোমের প্রয়োজনীয় পাঁচ গ্যাজেট

5 Min read

Saturday, December 16th 2023

ওয়ার্ক ফ্রম হোমের প্রয়োজনীয় পাঁচ গ্যাজেট