সঠিক বন্ধু নির্বাচনের ১২ উপায়
BY
Nadim Majid
সঠিক বন্ধু নির্বাচনের ১২ উপায়
বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপল। একজন শিক্ষিত ব্যবহারকারীর কাছে
অ্যাপলের যে কোনো গ্যাজেট অস্থির হয়ে থাকে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত অ্যাপলের মূলে রয়েছেন
২ বন্ধু। স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক। তাদের বন্ধুত্ব যেমন পৃথিবীকে ডিজিটাল রূপান্তরে
সাহায্য করেছিল, আপনার সঠিক বন্ধু বাছাইও পৃথিবীকে বদলে দিতে পারে। ১ এপ্রিল অ্যাপল
দিবস স্মরণ করে বন্ধু নির্বাচনের পদ্ধতি নিয়ে আজকের লেখা।
বন্ধু বাছাই করার মোটাদাগে তিনটি পদ্ধতি রয়েছে।
এক. বন্ধুদের থেকে ভাল গুণ খুঁজে বের করুন
দুই. পজিটিভদের থেকে নতুন বন্ধু বানান
তিন. নেগেটিভ বন্ধুদের থেকে দূরে থাকুন
এক. বন্ধুদের থেকে ভাল গুণ খুঁজে
বের করুন
এ পদ্ধতি কাজে লাগাতে যেসব বিষয় মাথায় রাখতে পারেন।
· একজন ভাল বন্ধু অপর
বন্ধুর প্রয়োজনের সময় ইমোশনাল সাপোর্ট এবং পরামর্শ দেয়।
· একজন ভাল বন্ধু অপর
বন্ধুর সাথে দেয়া-নেয়ায় ব্যালেন্স রাখে।
· একজন ভাল বন্ধু অপর
বন্ধুর ভাল চেয়ে থাকে।
· একজন ভাল বন্ধু অপর
বন্ধুর সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে পারে।
· একজন ভাল বন্ধু অপর
বন্ধুকে বিশ্বাস এবং সম্মান করে।
দুই. পজিটিভদের থেকে নতুন বন্ধু বানান
এ পদ্ধতি কাজে লাগাতে যেসব বিষয় মাথায় রাখতে পারেন।
· বন্ধুত্ব শুধু অনলাইনে
সীমাবদ্ধ না রেখে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে ফোকাস রাখুন।
· নতুন কোনো কোর্সে ভর্তি
হোন অথবা ইন্টারেস্টিং ক্লাবে যোগ দিন।
· আপনি বিশ্বাস করেন এমন
একটি কাজে স্বেচ্ছাসেবক হোন।
· পরিচিত কাউকে বন্ধু
বানান।
তিন. নেগেটিভ বন্ধুদের থেকে দূরে থাকুন
এ পদ্ধতি কাজে লাগাতে যেসব বিষয় মাথায় রাখতে পারেন।
· এমন বন্ধুদের থেকে দূরে
থাকুন, যারা সবসময় আপনাকে ছোট করে কথা বলে অথবা উন্নতি দেখতে পারে না।
· এমন সব বন্ধুদের এড়িয়ে
চলুন, যারা আপনার প্রয়োজনে পাশে থাকে না। তাদের প্রয়োজন হলে আপনাকে ব্যবহার করে থাকে।
· এমন ব্যক্তিদের সাথে
যুক্ত না হতে চেষ্টা করবেন, যারা শুধু নেগেটিভ বিষয়ে ফোকাস থাকে।
POST A COMMENT
OTHER POSTS OF পরামর্শ CATEGORY
Copyright © 2023
By Bangla Puzzle Limited
To comment in this Blog, SignIn with Google